ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২

নার্স মহাসমাবেশে সড়ক বন্ধ, রাজধানীতে দীর্ঘ যানজট

রাজধানীতে নার্সদের মহাসমাবেশে সড়ক বন্ধ হওয়ায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশের কারণে তোপখানা সড়কের পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল বন্ধ করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সড়ক বন্ধ থাকায় চলাচলরত যানবাহনগুলোকে বিজয়নগর-কাকরাইল রুটে ডাইভার্সন করা হয়েছে। এতে ওই রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়েছে এবং প্রচণ্ড যানজট দেখা দিয়েছে। যাত্রীরা কয়েক ঘন্টা সময় নষ্ট করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন।

কল্যাণপুরগামী একাধিক যাত্রী যুগান্তরকে বলেন, “কোনো পূর্ব ঘোষণা ছাড়া সড়ক বন্ধ করে সমাবেশ করার সংস্কৃতি পরিবর্তন হওয়া উচিত। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।”

এ সময় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে কয়েক হাজার নার্স সমাবেশে অংশ নেন। তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার চেষ্টা বন্ধ করতে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন। সমাবেশে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য প্রদান করেন।

শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ জানান, পল্টন মোড় থেকে যানবাহনগুলোকে কাকরাইল রুটে ডাইভার্ট করা হয়েছে। তিনি বলেন, “নার্সদের সমাবেশ শেষ হলে বেলা ১টা থেকে দেড়টার মধ্যে সড়ক পুনরায় খোলা হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

নার্স মহাসমাবেশে সড়ক বন্ধ, রাজধানীতে দীর্ঘ যানজট

আপডেট সময় : ০২:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

রাজধানীতে নার্সদের মহাসমাবেশে সড়ক বন্ধ হওয়ায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশের কারণে তোপখানা সড়কের পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল বন্ধ করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সড়ক বন্ধ থাকায় চলাচলরত যানবাহনগুলোকে বিজয়নগর-কাকরাইল রুটে ডাইভার্সন করা হয়েছে। এতে ওই রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়েছে এবং প্রচণ্ড যানজট দেখা দিয়েছে। যাত্রীরা কয়েক ঘন্টা সময় নষ্ট করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন।

কল্যাণপুরগামী একাধিক যাত্রী যুগান্তরকে বলেন, “কোনো পূর্ব ঘোষণা ছাড়া সড়ক বন্ধ করে সমাবেশ করার সংস্কৃতি পরিবর্তন হওয়া উচিত। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।”

এ সময় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে কয়েক হাজার নার্স সমাবেশে অংশ নেন। তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার চেষ্টা বন্ধ করতে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন। সমাবেশে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য প্রদান করেন।

শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ জানান, পল্টন মোড় থেকে যানবাহনগুলোকে কাকরাইল রুটে ডাইভার্ট করা হয়েছে। তিনি বলেন, “নার্সদের সমাবেশ শেষ হলে বেলা ১টা থেকে দেড়টার মধ্যে সড়ক পুনরায় খোলা হবে।”