
ঝিনাইদহে বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বাকড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন শিল্টু (৪৫), কিতাবদি সর্দার (৬৫), লিটন (৩৫), সামছুদ্দি (৫০), শিপন (৪৫), ইদ্রিস (৪৭), ওলিয়ার (৫০), আনারুল (৪০), আনন্দ (৪২) ও আজিজুল (৩৮)। তাদের মধ্যে শিল্টুকে ঢাকায় রেফার করা হয়েছে এবং বাকিদের ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীরা জানান, শুক্রবার রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে প্রতিবেশী শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় রাতে উত্তেজনা সৃষ্টি হয়। তারই জেরে শনিবার সকালে রফিকুলের বাড়িতে হামলার মাধ্যমে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে দুই পক্ষেরই কয়েকজন আহত হন।
সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























