ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২

ভূমিকম্প ঝুঁকি ৪৮ ঘণ্টা গ্যাসকূপ খনন বন্ধের নির্দেশ

ভূমিকম্পজনিত ঝুঁকি বিবেচনায় দেশের সব তেল ও গ্যাস কূপে খনন কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (২৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ নির্দেশনা দেন। জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের ডিজিএম তরিকুল ইসলাম।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত গ্যাসক্ষেত্রগুলোর কূপে খনন কাজ ও সাইসমিক সার্ভে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) পর্যন্ত স্থগিত রাখা হবে।

সূত্র মতে, বর্তমানে বাংলাদেশে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে। এর মধ্যে তিনটি গ্যাসকূপে খনন কাজ চলছিল। ভূমিকম্পের পর পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে এসব খনন কার্যক্রম বন্ধ করা হয়েছে।

স্থগিত হওয়া খননকাজের কূপগুলো হলো কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসফিল্ড, হবিগঞ্জ গ্যাসফিল্ড এবং সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন কৈলাশটিলা গ্যাসকূপ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ভূমিকম্প ঝুঁকি ৪৮ ঘণ্টা গ্যাসকূপ খনন বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০৪:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ভূমিকম্পজনিত ঝুঁকি বিবেচনায় দেশের সব তেল ও গ্যাস কূপে খনন কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (২৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ নির্দেশনা দেন। জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের ডিজিএম তরিকুল ইসলাম।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত গ্যাসক্ষেত্রগুলোর কূপে খনন কাজ ও সাইসমিক সার্ভে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) পর্যন্ত স্থগিত রাখা হবে।

সূত্র মতে, বর্তমানে বাংলাদেশে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে। এর মধ্যে তিনটি গ্যাসকূপে খনন কাজ চলছিল। ভূমিকম্পের পর পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে এসব খনন কার্যক্রম বন্ধ করা হয়েছে।

স্থগিত হওয়া খননকাজের কূপগুলো হলো কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসফিল্ড, হবিগঞ্জ গ্যাসফিল্ড এবং সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন কৈলাশটিলা গ্যাসকূপ।