
গাজীপুরের কালিয়াকৈরের মোথাজুরী এলাকায় কবর থেকে মায়ের মরদেহ তুলে ঘরে এনে মশারির ভেতরে লেপ–কাঁথা দিয়ে ঢেকে রাখায় এলাকায় চাঞ্চল্য, আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনাটি ঘটিয়েছে নিহত খোদেজা বেগমের ছেলে সজিব। খোদেজা বেগম মৃত আনতাজ আলী খানের স্ত্রী।
স্থানীয়রা জানান, মাদকাসক্ত সজিব দীর্ঘদিন ধরেই মায়ের সঙ্গে ঝগড়া ও নির্যাতন করতেন। গত শনিবার (২২ নভেম্বর) তীব্র বাকবিতণ্ডার পর মানসিক চাপে খোদেজা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে রোববার (২৩ নভেম্বর) পারিবারিক কবরস্থানে দাফন করে।
কিন্তু সেই রাতেই সজিব গোপনে কবর খুঁড়ে মায়ের মরদেহ তুলে ঘরে নিয়ে আসে এবং মশারির নিচে লেপে ঢেকে রাখে। সোমবার সকালে কবর খোলা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পুলিশ গিয়ে সজিবের ঘরের তালা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই আব্দুল মান্নান জানান, সজিব তাকে ফোনে কবর দেওয়ার কারণ জানতে চেয়ে হুমকি দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অস্বাভাবিক ও হৃদয়বিদারক; মরদেহ পুনরায় দাফন করা হয়েছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় তদন্ত করা হচ্ছে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























