ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২

সুজানগরে রাস্তার পাশে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরে রাস্তার পাশ থেকে মিলন হোসেন নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে শান্তিপুর গ্রামের সড়কের ধারে পড়ে থাকা মরদেহটি স্থানীয়দের চোখে পড়ে।

নিহত মিলন হোসেন (৩৮) সাঁথিয়া উপজেলার হইজোর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর মিলনের আর কোনো খোঁজ মেলেনি। পরদিন সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ঘটনার পর মিলনের বাবা আব্দুল জলিল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সুজানগর থানায় মামলা করেছেন। এজাহারে তিনি অভিযোগ করেন, সোমবার রাতে কেউ ফোনে ডেকে নিয়ে যায় মিলনকে। পরে শ্বাসরোধে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

সুজানগর থানার ওসি মজিবর রহমান বলেন, পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

সুজানগরে রাস্তার পাশে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

পাবনার সুজানগরে রাস্তার পাশ থেকে মিলন হোসেন নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে শান্তিপুর গ্রামের সড়কের ধারে পড়ে থাকা মরদেহটি স্থানীয়দের চোখে পড়ে।

নিহত মিলন হোসেন (৩৮) সাঁথিয়া উপজেলার হইজোর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর মিলনের আর কোনো খোঁজ মেলেনি। পরদিন সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ঘটনার পর মিলনের বাবা আব্দুল জলিল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সুজানগর থানায় মামলা করেছেন। এজাহারে তিনি অভিযোগ করেন, সোমবার রাতে কেউ ফোনে ডেকে নিয়ে যায় মিলনকে। পরে শ্বাসরোধে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

সুজানগর থানার ওসি মজিবর রহমান বলেন, পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।