
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুরানো বন্দোবস্তের অবসান ঘটাতে আমার দল জাতীয় নাগরিক পাটি (এনসিপি) শাপলা কলি প্রতীকে নিবাচনে অংশ নিতে যাচ্ছে।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে আমি আবুবকর সিদ্দিকী মোরশেদ শাফলা কলি প্রতীক থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।
আমার দীর্ঘ দেড় দশকের বেশী সময় সমাজ সংস্কার ও পরিবেশ কর্মী হিসেবে অভিজ্ঞতার আলোকে রাঙ্গুনিয়াকে সাজাতে চাই।
আমাদের রাঙ্গুনিয়ার শক্তি দুই জায়গায়, রাঙ্গুনিয়ার মাটি আর রাঙ্গুনিয়ার মানুষ। কৃষক এবং প্রবাসী রাঙ্গুনিয়ার এই দুই স্তম্ভ তাদের স্বার্থই হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু।
আমি আবুবকর সিদ্দিকী মোরশেদ বৃহত্তর রাঙ্গুনিবাসীর এর উদ্দেশ্যে বলতে চাই, এই রাঙ্গুনিয়ার মাটিতেই আমার জন্ম এই জনপদে আমার বেড়ে উঠা আমি রাঙ্গুনিয়ারই সন্তান।
কেন স্বাধীনতার ৫৪ বছর-পর রাঙ্গুনিয়া আজো শোষিত, অবহেলিত পিছিয়ে পড়া এক জনপদ। এই কেন এর উত্তর খুজতে আমার এই নির্বাচন
নিজস্ব/নিউজ টুডে 



























