ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২

মধুপুরে পাগলা শিয়ালের তাণ্ডব: আহত ২০, এলাকায় আতঙ্ক

টাঙ্গাইলের মধুপুরে এক পাগলা শিয়ালের একের পর এক হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত রানিয়াদ কারীর বাসস্ট্যান্ড, পৌর শহরের টেংরী, আদালতপাড়া ও মালাউড়ী এলাকায় প্রায় ৩–৪ কিলোমিটার এলাকায় শিয়ালটি হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ ছুটে এসে শিয়ালটি পথচারী ও স্থানীয়দের ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়াতে থাকে।

আহতদের মধ্যে মান্নান, রাকিব, লতিফ, রেজাউল, মর্জিনা, শেফালি, মজিদ, কাওসারসহ ১৫ জন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকি আহতরাও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতরা জানিয়েছেন, শিয়ালটি মানুষের পাশাপাশি কয়েকটি গরুকেও কামড়েছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, শিয়ালটি সম্ভবত রেবিস ভাইরাসে সংক্রমিত ছিল। আক্রান্তদের অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন ও রেবিস ইমিউনোগ্লোবিউলিন দেওয়া হয়েছে এবং সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হামলার পর শিয়ালটি গভীর জঙ্গলে পালিয়ে গিয়েছে। ঘটনাটিকে ঘিরে এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

মধুপুরে পাগলা শিয়ালের তাণ্ডব: আহত ২০, এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ১২:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে এক পাগলা শিয়ালের একের পর এক হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত রানিয়াদ কারীর বাসস্ট্যান্ড, পৌর শহরের টেংরী, আদালতপাড়া ও মালাউড়ী এলাকায় প্রায় ৩–৪ কিলোমিটার এলাকায় শিয়ালটি হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ ছুটে এসে শিয়ালটি পথচারী ও স্থানীয়দের ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়াতে থাকে।

আহতদের মধ্যে মান্নান, রাকিব, লতিফ, রেজাউল, মর্জিনা, শেফালি, মজিদ, কাওসারসহ ১৫ জন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকি আহতরাও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতরা জানিয়েছেন, শিয়ালটি মানুষের পাশাপাশি কয়েকটি গরুকেও কামড়েছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, শিয়ালটি সম্ভবত রেবিস ভাইরাসে সংক্রমিত ছিল। আক্রান্তদের অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন ও রেবিস ইমিউনোগ্লোবিউলিন দেওয়া হয়েছে এবং সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হামলার পর শিয়ালটি গভীর জঙ্গলে পালিয়ে গিয়েছে। ঘটনাটিকে ঘিরে এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে।