ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২

মির্জাপুরে ৪৬ বছর পর জমি দখলে পেলেন নুরুল হক

টাঙ্গাইলের মির্জাপুরে কোর্টের রায়ে ৪৬ বছর পর ৩৬ শতাংশ জমি দখল ফিরে পেয়েছেন মোঃ নুরুল হক ।

সিনিয়র সিভিল জজ আদালত মির্জাপুর টাঙ্গাইল এর রায়ে ডিক্রী প্রাপ্ত মোঃ নুরুল হক কে গতকাল টাঙ্গাইল জজ কোর্ট এর নাজির মোঃ নজরুল ইসলাম, উপজেলার আনাইতারা ইউনিয়নের চরবিলশা মৌজায় বাঁশ গারির মাধ্যমে জমির দখল বুঝিয়ে দেন। এসময় বাদ্যযন্ত্র বাজিয়ে জমির সিমানায় লাল নিশান টানানো হয়।

কোর্ট আদেশে এসময় আরও উপস্থিত ছিলেন প্রসেস সার্ভেয়ার মোঃ লাভলু মিয়া,টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত সিভিল কোর্ট কমিশনার মোঃ আব্বাস আলী, মির্জাপুর থানার এস আই নাইমুল হক,এ এস আই আবু হাশেম,টাঙ্গাইল জেলা পুলিশ লাইন এস আই মোঃ কামরুজ্জামা খান সহ পিলিশের আরও সদস্য ও স্থানীয় বেক্তিবর্গ।

দখল হস্তান্তর করার পরে টাঙ্গাইল জজ কোর্ট এর নাজির মোঃ নজরুল ইসলাম কোর্ট ডিক্রী আদেশ উপস্থিত সকলের সম্মূখে পাঠ করে শোনান।

জমি পেয়ে নুরুল হক বলেন আমি নাবালক থাকা অবস্থায় আমার জমি জোরদখল নিয়েছিল বিবাদী মোঃ সুজাত আলী গংরা।আমি দীর্ঘদিন মামলা লরার পর কোর্টের রায়ে আজ জমি ফেরত পেলাম।আমি আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল,ন্যয় বিচার করায় মাননীয় আদালতকে আমি ধন্যবাদ জানাই। এর সাথে আমার জমি দখলে রেখে তারা যে পরিমান শষ্য ও আর্থিক ক্ষতি করেছে আমি তার ক্ষতিপূরন চাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

মির্জাপুরে ৪৬ বছর পর জমি দখলে পেলেন নুরুল হক

আপডেট সময় : ০৫:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে কোর্টের রায়ে ৪৬ বছর পর ৩৬ শতাংশ জমি দখল ফিরে পেয়েছেন মোঃ নুরুল হক ।

সিনিয়র সিভিল জজ আদালত মির্জাপুর টাঙ্গাইল এর রায়ে ডিক্রী প্রাপ্ত মোঃ নুরুল হক কে গতকাল টাঙ্গাইল জজ কোর্ট এর নাজির মোঃ নজরুল ইসলাম, উপজেলার আনাইতারা ইউনিয়নের চরবিলশা মৌজায় বাঁশ গারির মাধ্যমে জমির দখল বুঝিয়ে দেন। এসময় বাদ্যযন্ত্র বাজিয়ে জমির সিমানায় লাল নিশান টানানো হয়।

কোর্ট আদেশে এসময় আরও উপস্থিত ছিলেন প্রসেস সার্ভেয়ার মোঃ লাভলু মিয়া,টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত সিভিল কোর্ট কমিশনার মোঃ আব্বাস আলী, মির্জাপুর থানার এস আই নাইমুল হক,এ এস আই আবু হাশেম,টাঙ্গাইল জেলা পুলিশ লাইন এস আই মোঃ কামরুজ্জামা খান সহ পিলিশের আরও সদস্য ও স্থানীয় বেক্তিবর্গ।

দখল হস্তান্তর করার পরে টাঙ্গাইল জজ কোর্ট এর নাজির মোঃ নজরুল ইসলাম কোর্ট ডিক্রী আদেশ উপস্থিত সকলের সম্মূখে পাঠ করে শোনান।

জমি পেয়ে নুরুল হক বলেন আমি নাবালক থাকা অবস্থায় আমার জমি জোরদখল নিয়েছিল বিবাদী মোঃ সুজাত আলী গংরা।আমি দীর্ঘদিন মামলা লরার পর কোর্টের রায়ে আজ জমি ফেরত পেলাম।আমি আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল,ন্যয় বিচার করায় মাননীয় আদালতকে আমি ধন্যবাদ জানাই। এর সাথে আমার জমি দখলে রেখে তারা যে পরিমান শষ্য ও আর্থিক ক্ষতি করেছে আমি তার ক্ষতিপূরন চাই।