
সারাদেশে ন্যায় নোয়াখালীর বেগমগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার সকাল থেকে অর্ধদিবস কর্মবিরতি করেছে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী মেডিকেল কলেজের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ পক্ষে এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি কারণে উপজেলা চিকিৎসা নিতে আসা রোগীদের ব্যাপক ভীড় ও ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
এইসময় সংক্ষিপ্ত সমাবেশে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন করে তাদের মানবেতর জীবন থেকে মুক্তি দিয়ে সচ্ছল জীবন যাপন করার সুযোগ পাওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালীর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন টেকনোলজিস্টরা তারা তাদের বক্তব্যে দাবী না মানলে আগামীতে আরো কঠিন কর্মসূচির হুশিয়ারি দেন
সাইফুল ইসলাম/নোয়াখালী জেলা, প্রতিনিধি /নিউজ টুডে 



























