
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী।
গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তার কানের নিচে গুলি লেগেছে, তবে চিকিৎসক ও পুলিশ এখনও বিষয়টি নিশ্চিত করেননি।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, নিশ্চিত তথ্য জানার পর বিস্তারিত জানানো হবে।
গত নভেম্বর মাসে হাদি অভিযোগ করেছিলেন যে দেশি-বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি, বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন আছেন।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























