
নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সৌমেন ঘোষ বিলাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সৌমেন ঘোষ বিলাস হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিজেন্দ্র ঘোষের বাড়ির আশীষ ঘোষের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের ইসলামিয়া কলেজ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
শুক্রবার তাকে হাটহাজারী থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
নিজস্ব নিউজ/নিউজ টুডে 




























