ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

ধামরাইয়ে এনসিপি মনোনীত প্রার্থীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা তৃণমূলের ক্ষোভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ধামরাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তৃণমূল নেতা-কর্মীরা কেন্দ্রীয় কমিটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন। স্থানীয় নেতাদের অভিযোগ, মনোনয়ন ঘোষণার আগে নাবিলার স্থানীয় রাজনীতি বা সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, এবং তিনি স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের অবজ্ঞা করছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. ইস্রাফিল খোকন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “নাবিলা তাসনিদ ধামরাইয়ের রাজনৈতিক কার্যক্রমে কখনো সম্পৃক্ত ছিলেন না। মনোনয়ন পাওয়ার পরও স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ না করে অনলাইন নির্ভর প্রচারণা চালাচ্ছেন। তাই আমরা তাঁকে ধামরাই উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, উজ্জল ইসলাম, সমন্বয়কারী সদস্য আশিকুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ বিষয়ে নাবিলা তাসনিদের পক্ষ থেকে ফোনে জানানো হয়েছে, তারা এই বিষয়ে এখনো চূড়ান্ত অবস্থান গ্রহণ করেননি এবং পরে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।

উপজেলা তৃণমূলের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, স্থানীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে প্রার্থী চাপিয়ে দেয়ার ঘটনা পুনরায় নির্বাচনী প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ধামরাইয়ে এনসিপি মনোনীত প্রার্থীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা তৃণমূলের ক্ষোভ

আপডেট সময় : ০৫:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ধামরাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তৃণমূল নেতা-কর্মীরা কেন্দ্রীয় কমিটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন। স্থানীয় নেতাদের অভিযোগ, মনোনয়ন ঘোষণার আগে নাবিলার স্থানীয় রাজনীতি বা সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, এবং তিনি স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের অবজ্ঞা করছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. ইস্রাফিল খোকন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “নাবিলা তাসনিদ ধামরাইয়ের রাজনৈতিক কার্যক্রমে কখনো সম্পৃক্ত ছিলেন না। মনোনয়ন পাওয়ার পরও স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ না করে অনলাইন নির্ভর প্রচারণা চালাচ্ছেন। তাই আমরা তাঁকে ধামরাই উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, উজ্জল ইসলাম, সমন্বয়কারী সদস্য আশিকুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ বিষয়ে নাবিলা তাসনিদের পক্ষ থেকে ফোনে জানানো হয়েছে, তারা এই বিষয়ে এখনো চূড়ান্ত অবস্থান গ্রহণ করেননি এবং পরে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।

উপজেলা তৃণমূলের নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, স্থানীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে প্রার্থী চাপিয়ে দেয়ার ঘটনা পুনরায় নির্বাচনী প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।