
জানুয়ারি মাসে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শীত আর কুয়াশার দাপট। বিশেষ করে দেশের সাতটি জেলা পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেটের ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যার প্রভাবে সারা দেশে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, জানুয়ারি মাসটি দেশের শীতলতম সময় হওয়ায় চলতি মাসে শীতের এই দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার রাত থেকে তাপমাত্রা আরও কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল এবং কোনো কোনো স্থানে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই ঘন কুয়াশার কারণে সড়ক পথ, নৌ-পথ এবং আকাশপথে বিমান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়াও চলতি মাসের মধ্যেই এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে, যার ফলে দেশের উত্তরাঞ্চলসহ কিছু জায়গায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ডেস্কনিউজ/নিউজটুডে 


























