ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

এনইআইআর সেবায় প্রতারণা এড়াতে বিটিআরসির নতুন নির্দেশনা জারি

মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সেবা গ্রহণ নিয়ে মোবাইল ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিটিআরসির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, এনইআইআর সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের জন্য শুধুমাত্র কমিশনের নির্ধারিত ওয়েবসাইট (neir.btrc.gov.bd) ব্যবহার করতে হবে। সম্প্রতি অননুমোদিত বিভিন্ন ওয়েবসাইট ও লিংকের মাধ্যমে প্রতারণার ঝুঁকি তৈরি হওয়ায় গ্রাহকদের সচেতন করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, কোনো অবস্থাতেই অননুমোদিত ওয়েবসাইট বা লিংকে ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না। এছাড়া, এনইআইআর সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। ফলে বিভ্রান্তিকর কোনো লিংকের প্রলোভনে পড়ে এই সেবা গ্রহণের জন্য কাউকে কোনো প্রকার ফি বা অর্থ প্রদান না করার জন্য বিটিআরসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এনইআইআর সেবায় প্রতারণা এড়াতে বিটিআরসির নতুন নির্দেশনা জারি

আপডেট সময় : ০৪:৩৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সেবা গ্রহণ নিয়ে মোবাইল ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিটিআরসির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, এনইআইআর সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের জন্য শুধুমাত্র কমিশনের নির্ধারিত ওয়েবসাইট (neir.btrc.gov.bd) ব্যবহার করতে হবে। সম্প্রতি অননুমোদিত বিভিন্ন ওয়েবসাইট ও লিংকের মাধ্যমে প্রতারণার ঝুঁকি তৈরি হওয়ায় গ্রাহকদের সচেতন করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, কোনো অবস্থাতেই অননুমোদিত ওয়েবসাইট বা লিংকে ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না। এছাড়া, এনইআইআর সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। ফলে বিভ্রান্তিকর কোনো লিংকের প্রলোভনে পড়ে এই সেবা গ্রহণের জন্য কাউকে কোনো প্রকার ফি বা অর্থ প্রদান না করার জন্য বিটিআরসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।