
সারাদেশে তীব্র শীতের দাপট অব্যাহত রয়েছে। দেশের বেশ কয়েকটি বিভাগের বিভিন্ন জেলায় বইছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এরই মধ্যে তাপমাত্রা নিয়ে কিছুটা ইতিবাচক খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির কারণে শীতের অনুভূতি খুব একটা কমবে না। বর্তমানে রাজশাহী, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও রাঙামাটি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, মাত্র ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে আকাশ। এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িকভাবে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় দেখা গেছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরীয় অঞ্চলে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫ দশমিক ১০ কিলোমিটার এবং আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























