
নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শ্যামলী রানী বর্মণের বিরুদ্ধে এক বাসচালককে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলা পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বিবৃতিতে জানানো হয়, গত ৪ জানুয়ারি সাপাহার সার্কেলের এএসপি এবং একজন বাসচালকের মধ্যে সংঘটিত ‘অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত’ ঘটনার বিষয়ে গতকাল (৬ জানুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি জেলা পুলিশ সুপারের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ভুক্তভোগী হিমাচল পরিবহনের চালক বাদল ও সুপারভাইজার সিয়ামের অভিযোগ অনুযায়ী, গত ৪ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় নওগাঁর সাপাহার থেকে রাজশাহী যাওয়ার পথে এএসপি শ্যামলী রানী বর্মণের সাথে একটি তুচ্ছ ঘটনা ঘটে। এরপর চালককে তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে নির্যাতন করা হয় বলে তারা দাবি করেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেক্স নিউজ/নিউজ টুডে 



























