ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, সাতজন আটক

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বাসায় থাকা সাতজনকে আটক করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকার চশমা হিলে এ অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দিতে কয়েকজন ওই বাসায় জড়ো হচ্ছেন এমন একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে অভিযান চালানো হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “আমরা তথ্য পেয়েছিলাম, কিছু ব্যক্তি নওফেল সাহেবের বাসায় জড়ো হচ্ছেন এবং তাদের জন্য বাইরে থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। তবে তেমন কিছু পাওয়া যায়নি। আটক সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, সাতজন আটক

আপডেট সময় : ০৬:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বাসায় থাকা সাতজনকে আটক করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকার চশমা হিলে এ অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দিতে কয়েকজন ওই বাসায় জড়ো হচ্ছেন এমন একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে অভিযান চালানো হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “আমরা তথ্য পেয়েছিলাম, কিছু ব্যক্তি নওফেল সাহেবের বাসায় জড়ো হচ্ছেন এবং তাদের জন্য বাইরে থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। তবে তেমন কিছু পাওয়া যায়নি। আটক সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।