
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সৌরভ প্রিয় পাল বলেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আদর্শের একজন নিবেদিত সৈনিক। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে বহিষ্কার বা অব্যাহতি একটি নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের মিথ্যা প্ররোচনায় তিনি বিনা অপরাধে বহিষ্কৃত হলেও দলীয় সিদ্ধান্তকে সর্বদা শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছেন।
তিনি আরও বলেন, বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ কেন্দ্রীয় সংসদের সকল নেতৃবৃন্দের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, যারা এ সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।
সৌরভ প্রিয় পাল বলেন, বহিষ্কার আদেশ প্রত্যাহারের মাধ্যমে তার ওপর অর্পিত আস্থা ও দায়িত্ব আরও বেড়েছে। ভবিষ্যতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তিনি সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্ত ছাত্রদলের অভ্যন্তরীণ সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা সুদৃঢ় করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
প্রতিনিধির নাম 




























