ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

চট্টগ্রাম মহানগরীর জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, “বর্তমানে চট্টগ্রামসহ সারাদেশে এক ভয়াবহ অনিশ্চয়তা ও গভীর উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। প্রকাশ্য দিবালোকে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও খুনিচক্র রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে সকল সন্ত্রাসীকে গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।”

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দেওয়ানবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইন-শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ: মুহাম্মদ নজরুল ইসলাম সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে শরিফ উসমান হাদি নিহত হলেও তার খুনিরা এখনো গ্রেফতার হয়নি। এছাড়া মিরসরাইতে জুলাই আন্দোলনের যোদ্ধাকে খুন করা এবং খুলনায় গুলি বর্ষণের ঘটনা প্রমাণ করে সন্ত্রাসীরা কতটা বেপরোয়া।

তিনি বিগত কয়েক মাসের পরিসংখ্যান তুলে ধরে বলেন:৫ নভেম্বর বায়েজিদে গুলিতে সরোয়ার হোসেন বাবলার মৃত্যু এবং বিএনপি নেতাসহ ৩ জন আহত হওয়া। মার্চ মাসে বাকলিয়া এক্সেস রোডে রিফাত ও বখতিয়ার হত্যাকাণ্ড।মে মাসে পতেঙ্গা সৈকতে আলী আকবর এবং অক্টোবরে বাকলিয়ায় সাজ্জাদ হোসেন খুন।

মহানগর আমীর অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে সন্ত্রাসীরা গ্রেফতার হলেও বিশেষ ব্যবস্থাপনায় দ্রুত জামিনে বেরিয়ে আসছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বিশেষ দলের অভ্যন্তরীণ কোন্দলই এসব খুনের মূল কারণ হিসেবে জনমনে প্রতীয়মান হচ্ছে।

সিএমপি ও নির্বাচনের পরিবেশ: সিএমপি কমিশনারের সাম্প্রতিক সতর্কবার্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনের আগে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড অত্যন্ত ‘অ্যালার্মিং’। তিনি চট্টগ্রামের আইন-শৃঙ্খলারক্ষায় সিএমপির সফলতা কামনা করেন এবং গণভোট ও জাতীয় নির্বাচনের আগে জননিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

উপস্থিত নেতৃবৃন্দ: বৈঠকে আরও বক্তব্য রাখেন মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, এস এম লুৎফুর রহমানসহ মহানগরী কর্মপরিষদের সদস্যবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

চট্টগ্রাম মহানগরীর জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, “বর্তমানে চট্টগ্রামসহ সারাদেশে এক ভয়াবহ অনিশ্চয়তা ও গভীর উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। প্রকাশ্য দিবালোকে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও খুনিচক্র রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে সকল সন্ত্রাসীকে গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।”

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দেওয়ানবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইন-শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ: মুহাম্মদ নজরুল ইসলাম সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে শরিফ উসমান হাদি নিহত হলেও তার খুনিরা এখনো গ্রেফতার হয়নি। এছাড়া মিরসরাইতে জুলাই আন্দোলনের যোদ্ধাকে খুন করা এবং খুলনায় গুলি বর্ষণের ঘটনা প্রমাণ করে সন্ত্রাসীরা কতটা বেপরোয়া।

তিনি বিগত কয়েক মাসের পরিসংখ্যান তুলে ধরে বলেন:৫ নভেম্বর বায়েজিদে গুলিতে সরোয়ার হোসেন বাবলার মৃত্যু এবং বিএনপি নেতাসহ ৩ জন আহত হওয়া। মার্চ মাসে বাকলিয়া এক্সেস রোডে রিফাত ও বখতিয়ার হত্যাকাণ্ড।মে মাসে পতেঙ্গা সৈকতে আলী আকবর এবং অক্টোবরে বাকলিয়ায় সাজ্জাদ হোসেন খুন।

মহানগর আমীর অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে সন্ত্রাসীরা গ্রেফতার হলেও বিশেষ ব্যবস্থাপনায় দ্রুত জামিনে বেরিয়ে আসছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বিশেষ দলের অভ্যন্তরীণ কোন্দলই এসব খুনের মূল কারণ হিসেবে জনমনে প্রতীয়মান হচ্ছে।

সিএমপি ও নির্বাচনের পরিবেশ: সিএমপি কমিশনারের সাম্প্রতিক সতর্কবার্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনের আগে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড অত্যন্ত ‘অ্যালার্মিং’। তিনি চট্টগ্রামের আইন-শৃঙ্খলারক্ষায় সিএমপির সফলতা কামনা করেন এবং গণভোট ও জাতীয় নির্বাচনের আগে জননিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

উপস্থিত নেতৃবৃন্দ: বৈঠকে আরও বক্তব্য রাখেন মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, এস এম লুৎফুর রহমানসহ মহানগরী কর্মপরিষদের সদস্যবৃন্দ।