ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

শাজাহান খানের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা! মাদারীপুর জেলা যুবদল আহ্বায়ককে শোকজ

মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাজাহান খানের বাড়ি এবং তার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানে পাহারা দেওয়ার অভিযোগে জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

ঘটনার প্রেক্ষাপট: রোববার (২১ ডিসেম্বর) রাতে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে আগামী তিন দিনের মধ্যে ফারুক হোসেনকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভের ডাক দেওয়া হলে শাজাহান খানের পরিবারের মালিকানাধীন পেট্রোল পাম্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার আশঙ্কা তৈরি হয়।

শনিবার সকালে ফারুক হোসেন ব্যাপারীর নেতৃত্বে একদল নেতাকর্মীকে শাজাহান খানের ভাই জাচ্চু খানের একটি পেট্রোল পাম্পে অবস্থান নিতে দেখা যায়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

দলের প্রতিক্রিয়া ও অভিযোগ: জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অভিযোগ, ফারুক ব্যাপারী আর্থিক লেনদেনের বিনিময়ে আওয়ামী লীগ নেতার সম্পদ পাহারা দিয়েছেন, যা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তবে অভিযুক্ত যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারী এসব দাবি অস্বীকার করে বলেন, “নাশকতা এড়াতে পুলিশ ও প্রশাসনের অনুরোধে আমরা মাঠে ছিলাম। নির্দিষ্ট কারো প্রতিষ্ঠান পাহারা দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।”

বর্তমানে সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান খান কারাগারে থাকলেও তাদের পরিবারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মাদারীপুরে সচল রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

শাজাহান খানের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা! মাদারীপুর জেলা যুবদল আহ্বায়ককে শোকজ

আপডেট সময় : ১২:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাজাহান খানের বাড়ি এবং তার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানে পাহারা দেওয়ার অভিযোগে জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

ঘটনার প্রেক্ষাপট: রোববার (২১ ডিসেম্বর) রাতে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে আগামী তিন দিনের মধ্যে ফারুক হোসেনকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভের ডাক দেওয়া হলে শাজাহান খানের পরিবারের মালিকানাধীন পেট্রোল পাম্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার আশঙ্কা তৈরি হয়।

শনিবার সকালে ফারুক হোসেন ব্যাপারীর নেতৃত্বে একদল নেতাকর্মীকে শাজাহান খানের ভাই জাচ্চু খানের একটি পেট্রোল পাম্পে অবস্থান নিতে দেখা যায়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

দলের প্রতিক্রিয়া ও অভিযোগ: জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অভিযোগ, ফারুক ব্যাপারী আর্থিক লেনদেনের বিনিময়ে আওয়ামী লীগ নেতার সম্পদ পাহারা দিয়েছেন, যা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তবে অভিযুক্ত যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারী এসব দাবি অস্বীকার করে বলেন, “নাশকতা এড়াতে পুলিশ ও প্রশাসনের অনুরোধে আমরা মাঠে ছিলাম। নির্দিষ্ট কারো প্রতিষ্ঠান পাহারা দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।”

বর্তমানে সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান খান কারাগারে থাকলেও তাদের পরিবারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মাদারীপুরে সচল রয়েছে।