ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

বুমরাহ আন্তর্জাতিক ক্রিকেটের এলিট লিস্টে নাম লিখালেন

ভারতের পেস বোলার জাসপ্রিত বুমরাহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে একটি বিরল কীর্তি গড়েছেন।

তিনি তিন ফরম্যাটে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করে এলিট বোলারদের তালিকায় নাম লিখিয়েছেন। এর আগে এই কীর্তি অর্জন করেছেন লাসিথ মালিঙ্গা, টিম সাউদি, সাকিব আল হাসান ও শাহিন শাহ আফ্রিদি।

ওড়িশার কটক স্টেডিয়ামে ভারতের ইনিংসে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন বুমরাহ, আর্শদীপ সিং, ভরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। বুমরাহ ৮১ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৭.৯১ গড়ে ১০১টি উইকেট শিকার করেছেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভারতের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা নিয়েছেন হার্দিক পান্ডিয়া। ২৮ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ ৫৯ রান করেছেন তিনি। এছাড়া, পান্ডিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি ছক্কা হাঁকানোর কীর্তি অর্জন করা চতুর্থ ভারতীয় ক্রিকেটার হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

বুমরাহ আন্তর্জাতিক ক্রিকেটের এলিট লিস্টে নাম লিখালেন

আপডেট সময় : ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

ভারতের পেস বোলার জাসপ্রিত বুমরাহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে একটি বিরল কীর্তি গড়েছেন।

তিনি তিন ফরম্যাটে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করে এলিট বোলারদের তালিকায় নাম লিখিয়েছেন। এর আগে এই কীর্তি অর্জন করেছেন লাসিথ মালিঙ্গা, টিম সাউদি, সাকিব আল হাসান ও শাহিন শাহ আফ্রিদি।

ওড়িশার কটক স্টেডিয়ামে ভারতের ইনিংসে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন বুমরাহ, আর্শদীপ সিং, ভরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। বুমরাহ ৮১ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৭.৯১ গড়ে ১০১টি উইকেট শিকার করেছেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভারতের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা নিয়েছেন হার্দিক পান্ডিয়া। ২৮ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ ৫৯ রান করেছেন তিনি। এছাড়া, পান্ডিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি ছক্কা হাঁকানোর কীর্তি অর্জন করা চতুর্থ ভারতীয় ক্রিকেটার হয়েছেন।