ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

আফগানিস্তানে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ, দেশজুড়ে সম্পূর্ণ ব্ল্যাকআউট

আফগানিস্তানে সোমবার (২৯ সেপ্টেম্বর) হঠাৎ করে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা বন্ধ হয়ে যায়। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জানিয়েছে, সম্ভবত দেশজুড়ে ফাইবার-অপটিক সংযোগ বিচ্ছিন্ন করার কারণে এ ইন্টারনেট ব্ল্যাকআউট সৃষ্টি হয়েছে। এই ঘটনার পেছনে তালেবানের ‘অনৈতিকতা প্রতিরোধ’ অভিযানের প্রেক্ষাপট রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তালেবান প্রশাসন থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি, ভিডিও ও লেখা রূপে ‘অনৈতিক কনটেন্ট’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কিছু প্রদেশে ফাইবার-অপটিক সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

ইন্টারনেট মনিটরিং প্রতিষ্ঠান নেটব্লকস জানায়, আফগানিস্তানে ধাপে ধাপে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, বর্তমানে দেশটিতে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, যা সাধারণ মানুষের বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগে ব্যাপক বাধা সৃষ্টি করেছে।

২০২১ সালের আগস্ট মাসে ক্ষমতা গ্রহণের পর এটি তালেবানের শাসনামলে প্রথম পূর্ণাঙ্গ ইন্টারনেট শাটডাউন।

এর আগে চলতি মাসের শুরুতে তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এক ফরমান জারি করে, কিছু প্রদেশে ‘অনৈতিকতা প্রতিরোধ’ এর অংশ হিসেবে ফাইবার-অপটিক সংযোগ বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

তবে তালেবান সরকার নিজেদের যোগাযোগ ও কাজের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম এবং মেসেজিং অ্যাপের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়া সত্ত্বেও, ইন্টারনেট সেবা বন্ধ থাকায় আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কাবুল, নাঙ্গারহার ও হেলম্যান্ড প্রদেশে তাদের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

আফগানিস্তানে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ, দেশজুড়ে সম্পূর্ণ ব্ল্যাকআউট

আপডেট সময় : ০৪:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে সোমবার (২৯ সেপ্টেম্বর) হঠাৎ করে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা বন্ধ হয়ে যায়। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জানিয়েছে, সম্ভবত দেশজুড়ে ফাইবার-অপটিক সংযোগ বিচ্ছিন্ন করার কারণে এ ইন্টারনেট ব্ল্যাকআউট সৃষ্টি হয়েছে। এই ঘটনার পেছনে তালেবানের ‘অনৈতিকতা প্রতিরোধ’ অভিযানের প্রেক্ষাপট রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তালেবান প্রশাসন থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি, ভিডিও ও লেখা রূপে ‘অনৈতিক কনটেন্ট’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কিছু প্রদেশে ফাইবার-অপটিক সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

ইন্টারনেট মনিটরিং প্রতিষ্ঠান নেটব্লকস জানায়, আফগানিস্তানে ধাপে ধাপে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, বর্তমানে দেশটিতে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, যা সাধারণ মানুষের বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগে ব্যাপক বাধা সৃষ্টি করেছে।

২০২১ সালের আগস্ট মাসে ক্ষমতা গ্রহণের পর এটি তালেবানের শাসনামলে প্রথম পূর্ণাঙ্গ ইন্টারনেট শাটডাউন।

এর আগে চলতি মাসের শুরুতে তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এক ফরমান জারি করে, কিছু প্রদেশে ‘অনৈতিকতা প্রতিরোধ’ এর অংশ হিসেবে ফাইবার-অপটিক সংযোগ বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

তবে তালেবান সরকার নিজেদের যোগাযোগ ও কাজের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম এবং মেসেজিং অ্যাপের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়া সত্ত্বেও, ইন্টারনেট সেবা বন্ধ থাকায় আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কাবুল, নাঙ্গারহার ও হেলম্যান্ড প্রদেশে তাদের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।