ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

পিসিআইইউ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সাথে ইপসার সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি: নিজস্ব

শিক্ষার্থীদের গবেষণা, ইন্টার্নশিপ ও ব্যবহারিক জ্ঞানের ক্ষেত্রে আরও সমৃদ্ধ করতে উন্নয়ন প্রতিষ্ঠান ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) সঙ্গে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের মধ্যে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

৭ অক্টোবর, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্বাক্ষর হয়। ইপসার পক্ষে অ্যাডভোকেসি ইউনিটের ফোকাল পারসন ও সহকারী পরিচালক মোহাম্মদ আলী শাহীন এবং পিসিআইইউ’র সাংবাদিকতা বিভাগের সভাপতি দিলরুবা আক্তার স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতার মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা, ইন্টার্নশিপ, প্রজেক্ট ওয়ার্ক, পাবলিক রিলেশন এবং উন্নয়ন কর্মকাণ্ডে ইপসার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাবে।

অনুষ্ঠানে বক্তারা চাকরির বাজারে শিক্ষার্থীদের এগিয়ে থাকার জন্য এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পিসিআইইউ’র মানবিক, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী বলেন, “দ্রুত উন্নয়নশীল আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মেলাতে হলে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান থাকা খুবই জরুরি। বর্তমান চাকরির বাজারে এগিয়ে থাকতে একাডেমিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার মিশ্রণ থাকা বাধ্যতামূলক। এই সমঝোতা স্মারক শিক্ষার্থীদের সেই সুযোগ তৈরি করবে।”

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় সমঝোতা স্মারকের সফল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে আশাবাদ ব্যক্ত করেন। একসাথে কাজ করার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

ইপসার অ্যাডভোকেসি ইউনিটের ফোকাল পারসন মোহাম্মদ আলী শাহীন বলেন, “আমাদের প্রতিষ্ঠানগুলোর রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা অনেক। একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারলে অনেক ইতিবাচক পরিবর্তন সম্ভব। এই সমঝোতা স্মারকের মাধ্যমে একসাথে কাজ করার জায়গা উন্মুক্ত হচ্ছে।”

তিনি আরও জানান, ইপসা চট্টগ্রামের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় কোনো আইডিয়া নিয়ে গেলে তারা সবসময় কাজ করতে প্রস্তুত। তিনি শিক্ষার্থীদের ইপসার দেশি-বিদেশি গবেষকদের রিসোর্স কাজে লাগিয়ে গবেষণা করার আহ্বান জানান।

বিভাগের সভাপতি দিলরুবা আক্তার বলেন, “আমাদের কারিকুলামে উন্নয়ন যোগাযোগ বিষয়ক অনেকগুলো কোর্স রয়েছে। আমাদের একাডেমিক জ্ঞানকে ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে এই সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিভাগের প্রভাষক পিংকি চাকমার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদ খান মিলন, বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, প্রভাষক তাসলিমা আক্তার ইরিন, ইপসার প্রোগ্রাম অফিসার তোফায়েলুর রহমান, সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

পিসিআইইউ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সাথে ইপসার সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় : ০৭:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

শিক্ষার্থীদের গবেষণা, ইন্টার্নশিপ ও ব্যবহারিক জ্ঞানের ক্ষেত্রে আরও সমৃদ্ধ করতে উন্নয়ন প্রতিষ্ঠান ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) সঙ্গে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের মধ্যে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

৭ অক্টোবর, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্বাক্ষর হয়। ইপসার পক্ষে অ্যাডভোকেসি ইউনিটের ফোকাল পারসন ও সহকারী পরিচালক মোহাম্মদ আলী শাহীন এবং পিসিআইইউ’র সাংবাদিকতা বিভাগের সভাপতি দিলরুবা আক্তার স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতার মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা, ইন্টার্নশিপ, প্রজেক্ট ওয়ার্ক, পাবলিক রিলেশন এবং উন্নয়ন কর্মকাণ্ডে ইপসার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাবে।

অনুষ্ঠানে বক্তারা চাকরির বাজারে শিক্ষার্থীদের এগিয়ে থাকার জন্য এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পিসিআইইউ’র মানবিক, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী বলেন, “দ্রুত উন্নয়নশীল আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মেলাতে হলে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান থাকা খুবই জরুরি। বর্তমান চাকরির বাজারে এগিয়ে থাকতে একাডেমিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার মিশ্রণ থাকা বাধ্যতামূলক। এই সমঝোতা স্মারক শিক্ষার্থীদের সেই সুযোগ তৈরি করবে।”

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় সমঝোতা স্মারকের সফল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে আশাবাদ ব্যক্ত করেন। একসাথে কাজ করার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

ইপসার অ্যাডভোকেসি ইউনিটের ফোকাল পারসন মোহাম্মদ আলী শাহীন বলেন, “আমাদের প্রতিষ্ঠানগুলোর রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা অনেক। একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারলে অনেক ইতিবাচক পরিবর্তন সম্ভব। এই সমঝোতা স্মারকের মাধ্যমে একসাথে কাজ করার জায়গা উন্মুক্ত হচ্ছে।”

তিনি আরও জানান, ইপসা চট্টগ্রামের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় কোনো আইডিয়া নিয়ে গেলে তারা সবসময় কাজ করতে প্রস্তুত। তিনি শিক্ষার্থীদের ইপসার দেশি-বিদেশি গবেষকদের রিসোর্স কাজে লাগিয়ে গবেষণা করার আহ্বান জানান।

বিভাগের সভাপতি দিলরুবা আক্তার বলেন, “আমাদের কারিকুলামে উন্নয়ন যোগাযোগ বিষয়ক অনেকগুলো কোর্স রয়েছে। আমাদের একাডেমিক জ্ঞানকে ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে এই সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিভাগের প্রভাষক পিংকি চাকমার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদ খান মিলন, বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, প্রভাষক তাসলিমা আক্তার ইরিন, ইপসার প্রোগ্রাম অফিসার তোফায়েলুর রহমান, সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।