ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

চট্টগ্রামের বাঁশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকা থেকে মোহাম্মদ মোজাহের উদ্দিন (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোজাহের উদ্দিন পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চালিয়া পাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে।

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কুতুব উদ্দিন জানান, ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছায়।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বিকেলে মোজাহের বাড়ি থেকে বের হয়ে একটি চায়ের দোকানে চা-নাশতা করেন। সেখান থেকে ফেরার পথে ধানক্ষেতে পড়ে যান। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মৃগী রোগে ভুগছিলেন।

পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের বেটার্মিনাল এলাকা থেকে প্রকৌশল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকা থেকে মোহাম্মদ মোজাহের উদ্দিন (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোজাহের উদ্দিন পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চালিয়া পাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে।

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কুতুব উদ্দিন জানান, ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছায়।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বিকেলে মোজাহের বাড়ি থেকে বের হয়ে একটি চায়ের দোকানে চা-নাশতা করেন। সেখান থেকে ফেরার পথে ধানক্ষেতে পড়ে যান। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মৃগী রোগে ভুগছিলেন।

পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে।