
দক্ষিণ পতেঙ্গা (পূর্ব মাইজপাড়া)-এর কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও স্কুল কমিটির সাবেক সভাপতি এবং পতেঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি লোকমান কন্ট্রাক্টর গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় একটি দুর্ঘটনার কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা শুক্রবার দিবাগত রাত ১২টায় মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
লোকমান কন্ট্রাক্টরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন—
নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর ডাঃ মোঃ নূরুল আবছার, সাবেক সাধারণ সম্পাদক ও সিবিএ নেতা মোঃ শাহাবুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কমিশনার মোঃ ইসমাইল হোসেন, সহ-সভাপতি মোঃ আবু জাফর আহমদ ও মোঃ আব্দুস সাত্তার, হাজী মোঃ হারুন কোম্পানি, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ নাজমুল হুদা চৌধুরী (নাজিম), সদস্য সচিব মোঃ আজম উদ্দিন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ লোকমান, সদস্য সচিব মোঃ মনজুর কাদের, ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান এবং নগর কৃষক দলের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন।
এছাড়াও ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ, গাউছিয়া সুন্নিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি, সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ এবং পতেঙ্গা-হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের নেতৃবৃন্দ।
সকলেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দানের জন্য প্রার্থনা করেন।