ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

‘জামায়াত-শিবিরের ছদ্ম রাজনীতি দেশের জন্য হুমকি’ — রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির তাদের কর্মীদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে পরিচয় গোপন রেখে যুক্ত করছে, যা দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, “জামায়াত-শিবিরের অন্য দলে গোপনে কর্মী যুক্ত করার কৌশল বন্ধ হওয়া জরুরি। এ নীতির কারণে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি দাবি করেন, জামায়াত ও শিবির শুধু রাজনৈতিক দল নয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেও নিজেদের কর্মী ঢুকিয়ে কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে। এতে সংশ্লয় তৈরি হচ্ছে এবং দলীয় কাঠামো দুর্বল হচ্ছে।

রাশেদ খান আরও বলেন, “গণ-অভ্যুত্থানের পর জামায়াত ও শিবির তাদের ইতিহাসের সেরা সময় পার করছে। তারা যদি সত্যিই মধ্যপন্থি ধারার রাজনীতিতে আসতে চায়, তাহলে সেটা প্রকাশ্য নীতির ভিত্তিতে করা উচিত। ছদ্মবেশে অন্য দলে ঢুকে প্রভাব বিস্তার করলে গোটা রাজনৈতিক কাঠামো ভেঙে পড়বে।”

ইসলাম ও রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “ইসলামিক রাজনীতি করলে পুরোপুরি সেটাই করা উচিত। মধ্যপন্থি ধারায় এসে ইসলামকে ব্যবহার করলে ইসলামি রাজনৈতিক দল সম্পর্কে ভুল বার্তা যাবে। ইসলাম কৌশলের নয়, এটা নীতি ও আদর্শের বিষয়। পলিটিক্যাল ইসলাম বলে কিছু নেই — এটা আসলে ইসলামকেই ক্ষতিগ্রস্ত করে।”

ফেসবুক পোস্টের শেষাংশে রাশেদ খান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, “এই ক্ষতি থেকে মহান আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌম্য-রিশাদের লড়াইয়ে ২১০ পেরোল বাংলাদেশ

‘জামায়াত-শিবিরের ছদ্ম রাজনীতি দেশের জন্য হুমকি’ — রাশেদ খান

আপডেট সময় : ০৪:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির তাদের কর্মীদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনে পরিচয় গোপন রেখে যুক্ত করছে, যা দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, “জামায়াত-শিবিরের অন্য দলে গোপনে কর্মী যুক্ত করার কৌশল বন্ধ হওয়া জরুরি। এ নীতির কারণে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি দাবি করেন, জামায়াত ও শিবির শুধু রাজনৈতিক দল নয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেও নিজেদের কর্মী ঢুকিয়ে কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে। এতে সংশ্লয় তৈরি হচ্ছে এবং দলীয় কাঠামো দুর্বল হচ্ছে।

রাশেদ খান আরও বলেন, “গণ-অভ্যুত্থানের পর জামায়াত ও শিবির তাদের ইতিহাসের সেরা সময় পার করছে। তারা যদি সত্যিই মধ্যপন্থি ধারার রাজনীতিতে আসতে চায়, তাহলে সেটা প্রকাশ্য নীতির ভিত্তিতে করা উচিত। ছদ্মবেশে অন্য দলে ঢুকে প্রভাব বিস্তার করলে গোটা রাজনৈতিক কাঠামো ভেঙে পড়বে।”

ইসলাম ও রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “ইসলামিক রাজনীতি করলে পুরোপুরি সেটাই করা উচিত। মধ্যপন্থি ধারায় এসে ইসলামকে ব্যবহার করলে ইসলামি রাজনৈতিক দল সম্পর্কে ভুল বার্তা যাবে। ইসলাম কৌশলের নয়, এটা নীতি ও আদর্শের বিষয়। পলিটিক্যাল ইসলাম বলে কিছু নেই — এটা আসলে ইসলামকেই ক্ষতিগ্রস্ত করে।”

ফেসবুক পোস্টের শেষাংশে রাশেদ খান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, “এই ক্ষতি থেকে মহান আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।”