
ওমরাহ পালন প্রত্যেক মুসলিমের হৃদয়ের এক অপূর্ব স্বপ্ন। কিন্তু এই পবিত্র যাত্রায় ভিসা আবেদন, হোটেল বুকিং এবং পরিবহন ব্যবস্থাসহ বিভিন্ন প্রক্রিয়া অনেক সময় জটিল ও বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায়।
অনেকেই ভরসা রাখেন এজেন্টদের ওপর, আবার কেউ কেউ পর্যটন ভিসায় গিয়ে ওমরাহ পালন করার চেষ্টা করেন। তবে এবার সেই প্রক্রিয়ায় এসেছে বড় পরিবর্তন।
শুক্রবার (৩ অক্টোবর) খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের উমরাহ অপারেটরদের বরাত দিয়ে সৌদি আরব ওমরাহ যাত্রাকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে নতুন নিয়ম চালু করেছে। এখন থেকে ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল ও পরিবহন ব্যবস্থাপনা সবকিছু সরকারি অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এর ফলে প্রক্রিয়াটি সহজ হওয়া ছাড়াও শৃঙ্খলা ও নজরদারির মাত্রা বেড়েছে।
ওমরাহর নতুন নিয়মে যে দশটি প্রধান পরিবর্তন এসেছে, তা হলো,
১. ভিসা আবেদনের সময় হোটেল বুকিং বাধ্যতামূলক
ওমরাহ ভিসার জন্য আবেদন করার সময়ই মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত হোটেল বুক করতে হবে। পরবর্তী সময়ে আলাদা হোটেল বুকিং দেওয়া যাবে না। আত্মীয়ের বাসায় থাকলে সেই তথ্য ভিসা আবেদন ফরমে দিতে হবে।
২. আত্মীয়ের বাসায় থাকলে সৌদি আইডি নম্বর দিতে হবে
যারা আত্মীয়ের বাসায় থাকার পরিকল্পনা করছেন, তাদের অবশ্যই সেই হোস্টের ইউনিফায়েড সৌদি আইডি নম্বর ভিসার সাথে যুক্ত করতে হবে।
৩. পর্যটন ভিসায় ওমরাহ সম্পূর্ণ নিষিদ্ধ
পর্যটন ভিসায় কেউ ওমরাহ পালন করতে পারবেন না। যারা চেষ্টা করবেন, তাদেরকে আটক বা মদিনার রিয়াজুল জান্নাহতে প্রবেশ থেকে বিরত রাখা হতে পারে।
৪. আলাদা ওমরাহ ভিসা বাধ্যতামূলক
সব হাজিকে অবশ্যই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে আলাদা ওমরাহ ভিসা নিতে হবে, যা ই-ভিসা বা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের মাধ্যমে নেওয়া যাবে।
৫. সফরসূচি বদলানো যাবে না
ভিসা আবেদনের সময় যাত্রা সূচি (ইটিনারারি) জমা দিতে হবে, যা পরবর্তীতে পরিবর্তন করা যাবে না। অনুমোদিত সময়ের বেশি থাকার ক্ষেত্রে জরিমানা আরোপিত হবে।
৬. কিছু দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও শেনগেন অঞ্চলের ভিসাধারী মুসলিমরা পূর্বে ওই দেশগুলোতে একবার সফর করলে অন-অ্যারাইভাল ভিসা পেতে পারেন, তবে ভিসার মেয়াদ কমপক্ষে এক বছর হতে হবে।
৭. বিমানবন্দরে হোটেল ও যাত্রাবুকিং যাচাই
সৌদি বিমানবন্দর কর্তৃপক্ষ ভিজিটরের হোটেল ও পরিবহন বুকিং নুসুক বা মাসার প্ল্যাটফর্মে যাচাই করবে। তথ্য অনুপস্থিত থাকলে যাত্রা বাধাগ্রস্ত হতে পারে বা জরিমানা করা হবে।
৮. শুধুমাত্র অনুমোদিত ট্যাক্সি ও পরিবহন ব্যবহার
সব হাজিকে নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে। এলোমেলো গাড়ি গ্রহণ করা যাবে না।
৯. ট্রেন সেবা ও সময়সীমা
হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর আর চলবে না। যারা দেরিতে পৌঁছান, তাদের বিকল্প পরিবহন আগেভাগে বুক করতে হবে।
১০. নিয়ম ভাঙলে কড়াকড়ি জরিমানা
নিয়ম না মানলে হাজি ও এজেন্ট উভয়ের জন্য ৭৫০ দিরহাম থেকে শুরু করে জরিমানা আরোপিত হবে। অনুমোদনবিহীন পরিবহন ব্যবহার বা নির্ধারিত সময় অতিবাহিত করলে এই জরিমানা কার্যকর হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন নিয়মগুলো সৌদি সরকারের উদ্যোগে ওমরাহ যাত্রাকে আরও নিরাপদ, স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে নেয়া হয়েছে। এখন থেকে সব ধরনের ওমরাহ সংক্রান্ত প্রক্রিয়া সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় থাকবে, যা হাজিদের জন্য সুবিধাজনক হলেও নিয়ম না মানলে ঝুঁকি বহুগুণ বাড়বে।