
জাতীয় সম্পদ ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে আজ ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিনব্যাপী দেশজুড়ে শুরু হয়েছে “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫”। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকাতেও সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।
সরকারের এই কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র, উপকূল ও অভ্যন্তরীণ নদ-নদীতে বাংলাদেশ নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। “ইন এইড টু সিভিল পাওয়ার”-এর আওতায় নৌবাহিনীর ১৭টি যুদ্ধজাহাজ দেশের ৯টি গুরুত্বপূর্ণ জেলায় টহল দিচ্ছে।
নৌবাহিনীর জাহাজগুলো চাঁদপুর, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী এলাকায় বিশেষভাবে টহল দিচ্ছে। এছাড়াও, গভীর সমুদ্রে অবৈধ মৎস্য শিকারীদের অনুপ্রবেশ বন্ধে যুদ্ধজাহাজ ও অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট (MPA) দ্বারা সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
নৌবাহিনী স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করছে। অভিযানকালে অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালানো হবে।
জাতীয় মাছ ইলিশের প্রাচুর্য ও মৎস্য সম্পদের সমৃদ্ধি নিশ্চিত করতে নৌ সদস্যরা দেশের জলসীমা ও অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশের নিরাপদ প্রজননের পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।