চট্টগ্রাম নগরীর নন্দকানন এলাকার হিল সাইড রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ ও অনিবন্ধিতভাবে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রো অফিসের উদ্যোগে পরিচালিত এই অভিযানে রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ কতুব উদ্দিনকে জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম জানিয়েছেন, জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।