
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) হিসাব বিভাগে কর্মরত তিন কর্মকর্তার বি’রু’দ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সোনালী ব্যাংকের একটি হিসাব থেকে চেক জালিয়াতির মাধ্যমে সাড়ে ৩ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন–২ শাখা থেকে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) আওতায় সোনালী ব্যাংক লিমিটেডের সিরাজউদ্দৌলা রোড শাখায় পরিচালিত একটি হিসাব (নম্বর–০১০১৮৩৬০০০১০৩) থেকে মেয়রের অনুকূলে ইস্যুকৃত চেকটি ভাউচার পরিবর্তন করে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এর মাধ্যমে আত্মসাৎ করা হয় ৩ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৫২৭ টাকা।
এই জালিয়াতির ঘটনায় অগ্রণী ব্যাংক লিমিটেড, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা কর্পোরেট শাখার তিন কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে দুদক মামলা দায়ের করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। এছাড়াও ব্যাংকের আরও এক কর্মকর্তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
অভিযোগের মধ্যেই গত ২৯ সেপ্টেম্বর মো. হুমায়ুন কবির চৌধুরীকে চসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির আদেশে স্বাক্ষর করেন চসিক সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমীন।
তবে মাত্র এক সপ্তাহের মাথায়, ৫ অক্টোবর মেয়রের অনুমোদনে চসিক ওই পদোন্নতির আদেশ বাতিল করে। আদেশে উল্লেখ করা হয়, “পদোন্নতির শর্ত অনুযায়ী, কোনো বিরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ তা বাতিল করতে পারবে”, এই ভিত্তিতেই পদক্ষেপটি নেওয়া হয়েছে।
এর পরদিনই স্থানীয় সরকার বিভাগ থেকে চসিকের তিন কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।