
ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’ আবারও ফিরছে বড় পর্দায় তবে এবার ভিন্ন আঙ্গিকে। দীর্ঘ দশ বছর পূর্তিতে পরিচালক এস. এস. রাজামৌলি উপহার দিচ্ছেন না কোনো নতুন কিস্তি, বরং আগের দুই পর্বকে একত্র করে তৈরি করছেন এক বিশেষ সংস্করণ।
এই বিশেষ সংস্করণে একসঙ্গে দেখা যাবে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) ও ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (২০১৭) ধারাবাহিকভাবে, একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা হিসেবে। মোট দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট, যার প্রথম ভাগে থাকবে প্রথম সিনেমার গল্প, এবং বিরতির পর চলবে দ্বিতীয় পর্বের কাহিনি।
প্রযোজক শোবু ইয়ারালাগাড্ডা জানিয়েছেন, এই সংস্করণটি শুধু দুটি ছবিকে জোড়া লাগিয়ে দেখানো নয়; বরং নতুন করে সম্পাদনা করে আবেগ, গতি ও গল্পের ধারাবাহিকতা ঠিক রেখে দর্শকদের জন্য আরও গভীর এক অভিজ্ঞতা তৈরি করা হয়েছে।
চমকের এখানেই শেষ নয় এই সংস্করণে যুক্ত করা হয়েছে আগে দেখা না-যাওয়া কিছু দৃশ্যও। রাজামৌলি মূলত প্রায় ১১ ঘণ্টার ফুটেজ ধারণ করেছিলেন, যার অনেকটাই আগের ছবিগুলো থেকে বাদ পড়েছিল। সেই অদেখা মুহূর্তগুলোর কিছু এবার দর্শকদের সামনে আসছে।
তবে একে ‘বাহুবলী থ্রি’ বলা হচ্ছে না। প্রযোজকের ভাষায়, ‘এটা তৃতীয় পর্ব নয়, বরং বাহুবলীর জগতকে নতুনভাবে উপস্থাপনের শুরু। ভবিষ্যতে এই মহাকাব্যিক গল্প আরও এগোতে পারে।’
প্রসঙ্গত, প্রথম বাহুবলী ছবিটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল, আর দ্বিতীয় পর্বটি বিশ্বজুড়ে আয় করেছিল ১,৮০০ কোটি রুপি, যা সে সময় রেকর্ড সৃষ্টি করে। এতে অভিনয় করেছিলেন প্রভাস, রানা দাগগুবাতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, এবং গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রম্যা কৃষ্ণন, সত্যরাজ ও নাসির।
দর্শকদের হলে টানার কৌশল হিসেবেই, নেটফ্লিক্স থেকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে আগের দুই পর্ব, যাতে দর্শকরা আবারও সিনেমা হলে গিয়ে এই মহাকাব্যিক অভিজ্ঞতা নিতে আগ্রহী হন।
এই নতুন সংস্করণটি ৩১ অক্টোবর ২০২৫ তারিখে মুক্তি পাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে। আর ভক্তদের প্রত্যাশা একটাই—রাজামৌলির জাদু যেন আবারও ফিরিয়ে নিয়ে যায় বাহুবলীর সেই রোমাঞ্চকর জগতে, যেখানে আজও একটি প্রশ্ন অনুরণিত হয়:
“কাটাপ্পা বাহুবলীকে কেন মারল?”