ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

বাঁশখালীতে উত্তেজনা চরমে, বকেয়া না পেলে আন্দোলনের ঘোষণা এস.আলম গ্রুপের বিরুদ্ধে

ছবিঃ সংগৃহিত

চট্টগ্রামের বাঁশখালীতে এসএস পাওয়ার প্ল্যান্ট (কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প) ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও কন্ট্রাক্টরদের অভিযোগ, ২০১২ সাল থেকে জমি অধিগ্রহণ ও উন্নয়নকাজে যুক্ত শত শত ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের প্রাপ্য টাকা এখনও পাননি। এতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

অভিযোগের তীর এস আলম গ্রুপ ও এনএসএন কনসোর্টিয়াম লিমিটেডের দিকে। অভিযোগকারীরা দাবি করছেন, পুরনো কন্ট্রাক্টরদের পাওনা পরিশোধ না করে প্রকল্প কর্তৃপক্ষ নতুন কোম্পানির মাধ্যমে কাজ করাতে চাইছে, যা অনৈতিক ও অবিচার।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এক সভায় শতাধিক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো: গরিব ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। সকল পুরনো কন্ট্রাক্টরের বকেয়া দ্রুত পরিশোধ করতে হবে। ড্রেজিং, কয়লা আনলোডিংসহ প্রকল্প সংশ্লিষ্ট কাজ স্থানীয়দের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।

সভায় বক্তারা জানান, দাবি বাস্তবায়ন না হলে আগামী এক সপ্তাহের মধ্যে কঠোর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

এ বিষয়ে এনএসএন কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দিন বলেন, “২০১২ সাল থেকে প্রকল্পের জমি ক্রয়, বন্দোবস্ত ও বালু ভরাটসহ অধিকাংশ কাজ আমরা সম্পন্ন করেছি। কিন্তু বিভিন্ন সংকটের কারণে এস আলম গ্রুপ আমাদের শত শত কোটি টাকা এখনো পরিশোধ করেনি। সেই কারণে ব্যাংক, কন্ট্রাক্টরসহ অনেক পাওনাদারের দেনা এখনও মেটানো সম্ভব হয়নি।”

তিনি আরও জানান, পাওনা পরিশোধ না হওয়ায় কোম্পানির বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে। তবে তিনি আশাবাদী, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সমস্যার সমাধান হবে।

এদিকে, এস আলম গ্রুপ ও এসএস পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, প্রকল্প এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে বকেয়া পরিশোধ এবং ক্ষতিগ্রস্তদের সমস্যা দ্রুত সমাধান করাই একমাত্র পথ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে মিলাদ মাহফিলের আয়োজন

বাঁশখালীতে উত্তেজনা চরমে, বকেয়া না পেলে আন্দোলনের ঘোষণা এস.আলম গ্রুপের বিরুদ্ধে

আপডেট সময় : ০২:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীতে এসএস পাওয়ার প্ল্যান্ট (কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প) ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও কন্ট্রাক্টরদের অভিযোগ, ২০১২ সাল থেকে জমি অধিগ্রহণ ও উন্নয়নকাজে যুক্ত শত শত ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের প্রাপ্য টাকা এখনও পাননি। এতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

অভিযোগের তীর এস আলম গ্রুপ ও এনএসএন কনসোর্টিয়াম লিমিটেডের দিকে। অভিযোগকারীরা দাবি করছেন, পুরনো কন্ট্রাক্টরদের পাওনা পরিশোধ না করে প্রকল্প কর্তৃপক্ষ নতুন কোম্পানির মাধ্যমে কাজ করাতে চাইছে, যা অনৈতিক ও অবিচার।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এক সভায় শতাধিক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা তিন দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো: গরিব ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। সকল পুরনো কন্ট্রাক্টরের বকেয়া দ্রুত পরিশোধ করতে হবে। ড্রেজিং, কয়লা আনলোডিংসহ প্রকল্প সংশ্লিষ্ট কাজ স্থানীয়দের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।

সভায় বক্তারা জানান, দাবি বাস্তবায়ন না হলে আগামী এক সপ্তাহের মধ্যে কঠোর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

এ বিষয়ে এনএসএন কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দিন বলেন, “২০১২ সাল থেকে প্রকল্পের জমি ক্রয়, বন্দোবস্ত ও বালু ভরাটসহ অধিকাংশ কাজ আমরা সম্পন্ন করেছি। কিন্তু বিভিন্ন সংকটের কারণে এস আলম গ্রুপ আমাদের শত শত কোটি টাকা এখনো পরিশোধ করেনি। সেই কারণে ব্যাংক, কন্ট্রাক্টরসহ অনেক পাওনাদারের দেনা এখনও মেটানো সম্ভব হয়নি।”

তিনি আরও জানান, পাওনা পরিশোধ না হওয়ায় কোম্পানির বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে। তবে তিনি আশাবাদী, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সমস্যার সমাধান হবে।

এদিকে, এস আলম গ্রুপ ও এসএস পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, প্রকল্প এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে বকেয়া পরিশোধ এবং ক্ষতিগ্রস্তদের সমস্যা দ্রুত সমাধান করাই একমাত্র পথ।