ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সিরিয়াল নিয়ে হাতাহাতি, ছুরিকাঘাতে চট্টগ্রামে ট্রাকচালক নিহত

ছবিঃ সংগৃহিত

চট্টগ্রাম নগরীতে ট্রাক চালকদের মধ্যে তুচ্ছ বিরোধ থেকে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সদরঘাট জেটি গেটের সামনে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে সজীব চন্দ্র নাথ (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত আরেক ট্রাকচালক ইউসুফ হোসেন বিজয় (২৪) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে নগরীর সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজীব চন্দ্র নাথের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এবং অভিযুক্ত ইউসুফ হোসেন বিজয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তারা দুজনেই ‘হাক্কানি ট্রান্সপোর্ট’ নামে একটি পরিবহন প্রতিষ্ঠানের চালক হিসেবে কাজ করতেন।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, একটি প্রতিষ্ঠানের আমদানি করা কাঁচামাল (স্ক্র্যাপ) পরিবহনের জন্য জেটি গেটের সামনে অপেক্ষা করছিলেন সজীব ও ইউসুফ। জেটিতে ট্রাক প্রবেশের সিরিয়াল নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে ইউসুফ হোসেন বিজয় ছুরি দিয়ে সজীবের বুকে আঘাত করেন।

সহযোগী চালকরা দ্রুত সজীবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ইউসুফকে আটক করেছে। ওসি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

সিরিয়াল নিয়ে হাতাহাতি, ছুরিকাঘাতে চট্টগ্রামে ট্রাকচালক নিহত

আপডেট সময় : ০৩:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম নগরীতে ট্রাক চালকদের মধ্যে তুচ্ছ বিরোধ থেকে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সদরঘাট জেটি গেটের সামনে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে সজীব চন্দ্র নাথ (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত আরেক ট্রাকচালক ইউসুফ হোসেন বিজয় (২৪) কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে নগরীর সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজীব চন্দ্র নাথের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এবং অভিযুক্ত ইউসুফ হোসেন বিজয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তারা দুজনেই ‘হাক্কানি ট্রান্সপোর্ট’ নামে একটি পরিবহন প্রতিষ্ঠানের চালক হিসেবে কাজ করতেন।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, একটি প্রতিষ্ঠানের আমদানি করা কাঁচামাল (স্ক্র্যাপ) পরিবহনের জন্য জেটি গেটের সামনে অপেক্ষা করছিলেন সজীব ও ইউসুফ। জেটিতে ট্রাক প্রবেশের সিরিয়াল নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে ইউসুফ হোসেন বিজয় ছুরি দিয়ে সজীবের বুকে আঘাত করেন।

সহযোগী চালকরা দ্রুত সজীবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ইউসুফকে আটক করেছে। ওসি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।