
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে নিজ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে মিজবাহ উদ্দিন নয়ন (১৫) নামে এক কিশোর। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান।
দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে। নিহত মিজবাহ উদ্দিন কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টেমা পাড়ার বাসিন্দা মো. কাইছার উদ্দিনের ছেলে।
প্রতিবেশী বখতিয়ার জানান, প্রতিদিনের মতোই নয়ন সেদিন রিকশা চালিয়ে বাড়ি ফেরে। এরপর বাড়ির বিদ্যুতের লাইন থেকে নিজের ব্যাটারি চালিত রিকশায় চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে গুনাগরিস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
গুনাগরি মা-শিশু জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় মিজবাহ উদ্দিনকে হাসপাতালে আনা হয়, কিন্তু তার আগেই তিনি মৃত্যুবরণ করেন। তার বাম হাতে বিদ্যুৎস্পৃষ্টের স্পষ্ট চিহ্ন ছিল।”
স্থানীয় সূত্রে জানা যায়, মিজবাহ উদ্দিন দুই বছর বয়সেই মাকে হারান। আর্থিক অনটনের সংসার চলে তার অটোরিকশা চালানোর আয়ে। পিতা ও ছেলে মিলে একই রিকশা পালাক্রমে চালাতেন—সেই রিকশাই শেষ পর্যন্ত কেড়ে নিল কিশোর নয়নের প্রাণ।
তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া