ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

চার্লি চ্যাপলিনের ভূমিকায় অভিনয় করে ভোট চাইছেন রাকিব

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের শেষ মুহূর্তে ব্যতিক্রমী এক প্রচারণা কৌশল নিয়ে আলোচনায় এসেছেন মো. উলফাতুর রহমান রাকিব। নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী প্রথাগত লিফলেট বা পোস্টার ব্যবহার না করে অভিনয়ের মাধ্যমে ভোটারদের কাছে নিজের বার্তা পৌঁছে দিচ্ছেন।

সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী রাকিব প্রথমে রাজশাহী অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য ‘গম্ভীরা’র মাধ্যমে প্রচারণা শুরু করেন। পরে চরিত্র পরিবর্তন করে এখন তিনি অভিনয় করছেন কিংবদন্তি মূকাভিনেতা চার্লি চ্যাপলিন রূপে। এই অভিনয়ভিত্তিক প্রচারণা ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, আবাসিক হল, ক্যাফেটেরিয়া ও ঝুপড়িগুলোর সামনে ঘুরে ঘুরে রাকিব শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন অভিনয়ের মাধ্যমে। তাকে ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ও সাড়া মিলছে চোখে পড়ার মতো।

নিজের অভিনব প্রচারণা সম্পর্কে রাকিব বলেন, আমাদের অনেক ভাই-বোনের এখন পরীক্ষা চলছে। আমি চাইনি তারা বিরক্ত হোক। তাই প্রচলিত প্রচারপদ্ধতির বাইরে গিয়ে অভিনয়ের মাধ্যমে বার্তা পৌঁছানোর চেষ্টা করছি। গম্ভীরা দিয়ে শুরু করেছিলাম, এখন চার্লি চ্যাপলিন হয়ে ভোট চাইছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এবার কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। ১৪টি হলে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৫১৮ জন শিক্ষার্থী।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ১৪ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

চার্লি চ্যাপলিনের ভূমিকায় অভিনয় করে ভোট চাইছেন রাকিব

আপডেট সময় : ০২:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের শেষ মুহূর্তে ব্যতিক্রমী এক প্রচারণা কৌশল নিয়ে আলোচনায় এসেছেন মো. উলফাতুর রহমান রাকিব। নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী প্রথাগত লিফলেট বা পোস্টার ব্যবহার না করে অভিনয়ের মাধ্যমে ভোটারদের কাছে নিজের বার্তা পৌঁছে দিচ্ছেন।

সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী রাকিব প্রথমে রাজশাহী অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য ‘গম্ভীরা’র মাধ্যমে প্রচারণা শুরু করেন। পরে চরিত্র পরিবর্তন করে এখন তিনি অভিনয় করছেন কিংবদন্তি মূকাভিনেতা চার্লি চ্যাপলিন রূপে। এই অভিনয়ভিত্তিক প্রচারণা ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, আবাসিক হল, ক্যাফেটেরিয়া ও ঝুপড়িগুলোর সামনে ঘুরে ঘুরে রাকিব শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন অভিনয়ের মাধ্যমে। তাকে ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ও সাড়া মিলছে চোখে পড়ার মতো।

নিজের অভিনব প্রচারণা সম্পর্কে রাকিব বলেন, আমাদের অনেক ভাই-বোনের এখন পরীক্ষা চলছে। আমি চাইনি তারা বিরক্ত হোক। তাই প্রচলিত প্রচারপদ্ধতির বাইরে গিয়ে অভিনয়ের মাধ্যমে বার্তা পৌঁছানোর চেষ্টা করছি। গম্ভীরা দিয়ে শুরু করেছিলাম, এখন চার্লি চ্যাপলিন হয়ে ভোট চাইছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এবার কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। ১৪টি হলে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৫১৮ জন শিক্ষার্থী।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ১৪ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।