
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছয় তলায় কাজ করার সময় একটি এসি ইউনিট বিস্ফোরিত হয়ে পিডিবি’র তিন আউটসোর্সিং টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন শাখাওয়াত, তানভীর ও মিসকাত।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, ছয় তলায় কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এ বিস্ফোরণ ঘটে। আহতদের ক্যাজুয়ালিটি ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
প্রতিনিধির নাম 



























