ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

শিশু আদিয়াত অপহৃত হওয়ার ৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, আমিনুল ইসলাম গ্রেফতার

ছবি: নিজস্ব

শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে মাত্র চার ঘণ্টার মধ্যে অপহৃত পাঁচ মাসের শিশু মো: আদিয়াতকে উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। একই সাথে এই অপহরণের মূলহোতা মোঃ আমিনুল ইসলামকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ১৪ অক্টোবর দুপুরে ভিকটিম মো: আদিয়াতের বাবা, মোঃ মনজুর আলম (৩০) তার একমাত্র পুত্র সন্তানকে কোলে নিয়ে বাড়ির উঠানে বসেছিলেন। সেই সময় তাদের প্রতিবেশী ও পূর্ব পরিচিত মোঃ রিদুয়ান এসে শিশুটিকে কোলে নিতে চান। সরল বিশ্বাসে মনজুর আলম তার সন্তানকে রিদুয়ানের কোলে দেন এবং তাকে শিশুর মায়ের কাছে রেখে যাওয়ার জন্য বলে তিনি দোকানে চলে যান। পরবর্তীতে মনজুর আলম বাড়ি ফিরে তার স্ত্রীর কাছে সন্তানের খোঁজ করলে জানতে পারেন যে রিদুয়ান শিশুটিকে তার মায়ের কাছে রেখে যাননি। তাৎক্ষণিকভাবে মনজুর আলম রিদুয়ানের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেটি বন্ধ দেখতে পান। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে এলাকার লোকজন জানান যে রিদুয়ান একটি অজ্ঞাতনামা অটোরিক্সা চালকের সাথে শিশু আদিয়াতকে নিয়ে চলে গেছেন।

এই ঘটনায় ভিকটিমের বাবা মোঃ মনজুর আলম বাদী হয়ে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারী জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে অপহরণ চক্রের মূলহোতা আমিনুল ইসলাম (৪১) গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন এলাকায় অবস্থান করছেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৪ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন দেবপাহাড় এলাকায় সফল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামী ও মূল পরিকল্পনাকারী আমিনুল ইসলাম কে গ্রেফতার করা হয় এবং অপহৃত শিশু আদিয়াতকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী আমিনুল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মাত্র চার ঘণ্টার মধ্যে শিশু আদিয়াতকে উদ্ধার করতে সক্ষম হওয়ায় র‌্যাব-৭ এর এই শ্বাসরুদ্ধকর অভিযান প্রশংসিত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

শিশু আদিয়াত অপহৃত হওয়ার ৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, আমিনুল ইসলাম গ্রেফতার

আপডেট সময় : ১২:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে মাত্র চার ঘণ্টার মধ্যে অপহৃত পাঁচ মাসের শিশু মো: আদিয়াতকে উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। একই সাথে এই অপহরণের মূলহোতা মোঃ আমিনুল ইসলামকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ১৪ অক্টোবর দুপুরে ভিকটিম মো: আদিয়াতের বাবা, মোঃ মনজুর আলম (৩০) তার একমাত্র পুত্র সন্তানকে কোলে নিয়ে বাড়ির উঠানে বসেছিলেন। সেই সময় তাদের প্রতিবেশী ও পূর্ব পরিচিত মোঃ রিদুয়ান এসে শিশুটিকে কোলে নিতে চান। সরল বিশ্বাসে মনজুর আলম তার সন্তানকে রিদুয়ানের কোলে দেন এবং তাকে শিশুর মায়ের কাছে রেখে যাওয়ার জন্য বলে তিনি দোকানে চলে যান। পরবর্তীতে মনজুর আলম বাড়ি ফিরে তার স্ত্রীর কাছে সন্তানের খোঁজ করলে জানতে পারেন যে রিদুয়ান শিশুটিকে তার মায়ের কাছে রেখে যাননি। তাৎক্ষণিকভাবে মনজুর আলম রিদুয়ানের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেটি বন্ধ দেখতে পান। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে এলাকার লোকজন জানান যে রিদুয়ান একটি অজ্ঞাতনামা অটোরিক্সা চালকের সাথে শিশু আদিয়াতকে নিয়ে চলে গেছেন।

এই ঘটনায় ভিকটিমের বাবা মোঃ মনজুর আলম বাদী হয়ে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারী জোরদার করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে অপহরণ চক্রের মূলহোতা আমিনুল ইসলাম (৪১) গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন এলাকায় অবস্থান করছেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৪ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন দেবপাহাড় এলাকায় সফল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামী ও মূল পরিকল্পনাকারী আমিনুল ইসলাম কে গ্রেফতার করা হয় এবং অপহৃত শিশু আদিয়াতকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী আমিনুল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মাত্র চার ঘণ্টার মধ্যে শিশু আদিয়াতকে উদ্ধার করতে সক্ষম হওয়ায় র‌্যাব-৭ এর এই শ্বাসরুদ্ধকর অভিযান প্রশংসিত হয়েছে।