
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে সাড়ে ৪ ঘণ্টায় প্রায় ১১ হাজার ভোট পড়েছে, যা মোট ভোটারের প্রায় ৪০ শতাংশ। বুধবার (১৫ অক্টোবর) সকালে নির্বাচন কমিশনার জি এইচ হাবীব এ তথ্য নিশ্চিত করেন।
নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি কিছু কারণে তা শুরু হয় সকাল সাড়ে ৯টায়। ১৯৯০ সালের পর এটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন, অর্থাৎ ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রতিটি ভোটারকে সর্বোচ্চ ১০ মিনিট সময় দেওয়া হচ্ছে ভোট প্রদানের জন্য। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে একজন ভোটারকে মোট ৪০টি পদের জন্য ভোট দিতে হচ্ছে। অর্থাৎ গড়ে প্রতিটি ভোট দিতে সময় পাচ্ছেন প্রায় ১৫ সেকেন্ড।
চলমান নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অপরদিকে ১৪টি হল ও একটি হোস্টেলের ১৪টি করে পদের জন্য প্রার্থী রয়েছেন ৪৯৩ জন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা মাত্র ৪৭ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮ জন।
ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ওএমআর পদ্ধতিতে ভোট গণনা শুরু হবে। হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট ভোটকেন্দ্রেই ঘোষণা করা হবে, আর কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হবে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে।
এদিকে নির্বাচনে শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন দুইজন ভিপি (সহসভাপতি) প্রার্থী