ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশে কঠোরতা, ভুয়া পরিচয়ে আসা ২০০ জন আটক

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে বিশেষ নিরাপত্তা চেকপোস্ট বসিয়েছে প্রশাসন। এ সময় দুই শতাধিক ভুয়া পরিচয়পত্রধারী ব্যক্তিকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, যারা নিজেদের শিক্ষার্থী পরিচয়ে প্রবেশের চেষ্টা করছিল।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক কাটাপাহাড় গেট এলাকায় এ তল্লাশি ও আটকের ঘটনা ঘটে।

গেটে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা জানান, নির্বাচন ঘিরে বহিরাগতরা বারবার ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করছেন। তবে নিরাপত্তা জোরদার থাকায় তারা শনাক্ত হয়ে আটকা পড়েছেন।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক এবং নির্বাচন পরিচালনা-সংক্রান্ত নিরাপত্তা কমিটির সদস্য মোহাম্মদ তারেক চৌধুরী বলেন, আমরা খুবই কঠোর অবস্থানে আছি। বৈধ কার্ডধারী ছাড়া কাউকে ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছি না। এখন পর্যন্ত দুই শতাধিক ভুয়া পরিচয়পত্রধারীকে চেকপোস্টে আটকে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশে কঠোরতা, ভুয়া পরিচয়ে আসা ২০০ জন আটক

আপডেট সময় : ০৪:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে বিশেষ নিরাপত্তা চেকপোস্ট বসিয়েছে প্রশাসন। এ সময় দুই শতাধিক ভুয়া পরিচয়পত্রধারী ব্যক্তিকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, যারা নিজেদের শিক্ষার্থী পরিচয়ে প্রবেশের চেষ্টা করছিল।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক কাটাপাহাড় গেট এলাকায় এ তল্লাশি ও আটকের ঘটনা ঘটে।

গেটে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা জানান, নির্বাচন ঘিরে বহিরাগতরা বারবার ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করছেন। তবে নিরাপত্তা জোরদার থাকায় তারা শনাক্ত হয়ে আটকা পড়েছেন।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক এবং নির্বাচন পরিচালনা-সংক্রান্ত নিরাপত্তা কমিটির সদস্য মোহাম্মদ তারেক চৌধুরী বলেন, আমরা খুবই কঠোর অবস্থানে আছি। বৈধ কার্ডধারী ছাড়া কাউকে ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছি না। এখন পর্যন্ত দুই শতাধিক ভুয়া পরিচয়পত্রধারীকে চেকপোস্টে আটকে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।