ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ভারতের অভিনেতা পঙ্কজ আর নেই

ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৬৮ বছর বয়সে মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন ।

পঙ্কজ ধীর ভারতীয় টেলিভিশনের ইতিহাসে অন্যতম স্মরণীয় চরিত্র ‘মহাভারত’ এর কর্ণ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার অসাধারণ অভিনয় তাকে ঘরে ঘরে পরিচিত মুখে পরিণত করে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কয়েক মাস আগে তার শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে শুরু করে এবং একাধিক অস্ত্রোপচার করা হয়। তবে শেষ পর্যন্ত তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

সিনটা এক শোকবার্তায় জানায়, গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ট্রাস্টের সাবেক চেয়ারম্যান ও সিনটার সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় পঙ্কজ ধীর বুধবার (১৫ অক্টোবর) পরলোকগমন করেছেন।

বিকেল ৪টা ৩০ মিনিটে ভারতের স্থানীয় সময় অনুযায়ী মুম্বাইয়ের ভিলে পারলে এলাকায় তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

ভারতের অভিনেতা পঙ্কজ আর নেই

আপডেট সময় : ০৫:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৬৮ বছর বয়সে মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন ।

পঙ্কজ ধীর ভারতীয় টেলিভিশনের ইতিহাসে অন্যতম স্মরণীয় চরিত্র ‘মহাভারত’ এর কর্ণ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার অসাধারণ অভিনয় তাকে ঘরে ঘরে পরিচিত মুখে পরিণত করে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কয়েক মাস আগে তার শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে শুরু করে এবং একাধিক অস্ত্রোপচার করা হয়। তবে শেষ পর্যন্ত তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

সিনটা এক শোকবার্তায় জানায়, গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ট্রাস্টের সাবেক চেয়ারম্যান ও সিনটার সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় পঙ্কজ ধীর বুধবার (১৫ অক্টোবর) পরলোকগমন করেছেন।

বিকেল ৪টা ৩০ মিনিটে ভারতের স্থানীয় সময় অনুযায়ী মুম্বাইয়ের ভিলে পারলে এলাকায় তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।