ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

চাকসু ভোটে ৪০০ স্বাক্ষরহীন ব্যালট নিয়ে বিতর্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছাড়া প্রায় ৪০০টি ব্যালট বাক্সে জমা পড়েছে এমন অভিযোগ তুলেছে বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবির বিন জাবেদ।

তিনি গণমাধ্যমকে জানান, ব্যবসায় প্রশাসন অনুষদের ৩৩৬ নম্বর কক্ষে ৪০০টি ব্যালট পেপারে কোনো নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছিল না। এটি একটি গুরুতর অনিয়ম। ব্যালট পেপারে যেখানে স্বাক্ষরের নির্দিষ্ট ঘর রয়েছে, সেখানে সই না থাকায় একজন ভোটার একাধিকবার ভোট দিতে সক্ষম হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ৩৩৬ নম্বর কক্ষে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কাউসার হামিদ বলেন, নির্বাচনের শুরুতে ব্যালটে স্বাক্ষর দেওয়ার কোনো নির্দেশনা আমাদের দেওয়া হয়নি।”

ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিষয়টি নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

চাকসু ভোটে ৪০০ স্বাক্ষরহীন ব্যালট নিয়ে বিতর্ক

আপডেট সময় : ০৫:২০:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছাড়া প্রায় ৪০০টি ব্যালট বাক্সে জমা পড়েছে এমন অভিযোগ তুলেছে বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবির বিন জাবেদ।

তিনি গণমাধ্যমকে জানান, ব্যবসায় প্রশাসন অনুষদের ৩৩৬ নম্বর কক্ষে ৪০০টি ব্যালট পেপারে কোনো নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছিল না। এটি একটি গুরুতর অনিয়ম। ব্যালট পেপারে যেখানে স্বাক্ষরের নির্দিষ্ট ঘর রয়েছে, সেখানে সই না থাকায় একজন ভোটার একাধিকবার ভোট দিতে সক্ষম হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ৩৩৬ নম্বর কক্ষে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কাউসার হামিদ বলেন, নির্বাচনের শুরুতে ব্যালটে স্বাক্ষর দেওয়ার কোনো নির্দেশনা আমাদের দেওয়া হয়নি।”

ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিষয়টি নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।