
চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ছাত্রদল কর্মী মুহাম্মদ তানিম (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে একই ঘটনায় নিহত হন হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ (৩০)। তারা দুজনই একটি রাজনৈতিক সংঘর্ষে গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারীর চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে তানিম ও অপির ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই অপি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরে তানিমও চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ বলেন, অপির গলা ও শরীরের বিভিন্ন অংশে এবং তানিমের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে আফসার উদ্দিন (১৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আফসার কক্সবাজার সদরের পানখালী এলাকার বাসিন্দা, তবে বর্তমানে হাটহাজারীর চৌধুরীহাটের সুজন কলোনিতে থাকতেন।
হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, আফসার সরাসরি ছুরিকাঘাতে অংশ নেয় এবং সে নিজেও জখম হয়। পরে গোপনে চিকিৎসা নিতে গিয়ে ফতেয়াবাদের একটি ক্লিনিক থেকে তাকে আটক করা হয়। ঘটনায় মামলা হয়েছে, তাকে আদালতে পাঠানো হবে।
ছাত্রদল নেতাকর্মীরা বলছেন,রাজনীতির পথেই দুই তরুণের জীবন শেষ হয়ে গেল, এটা মেনে নেওয়া কঠিন। এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ ও বাকি জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং অভিযান অব্যাহত রয়েছে।