ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসির ফলাফলে ধস, পাসের হার ৫২.৫৭%

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে চলতি বছর বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার এসেছে মাত্র ৫২.৫৭ শতাংশ, যা গত বছরের ৭০.৩২ শতাংশের থেকে প্রায় ১৮ শতাংশ কম। পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ হাজার কমে ৬ হাজার ৯৭ জনে নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে পরীক্ষার ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ ও সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদ।

ফলাফলে দেখা গেছে, মোট ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন।

জেলা ও বিভাগভিত্তিক পাসের হার: চট্টগ্রাম নগরীতে পাসের হার ৭০.৯০%, নগরী বাদে জেলার পাসের হার ৪৩.৬৩%, পার্বত্য রাঙামাটিতে ৪১.২৪%, খাগড়াছড়িতে ৩৫.৫৩%, বান্দরবানে ৩৬.৩৮%, কক্সবাজারে পাসের হার ৪৫.৩৯%

বিভাগভিত্তিক পাসের হার: বিজ্ঞান বিভাগ: ৭৮.৭৫%, ব্যবসায় শিক্ষা বিভাগ: ৫৫.৩০%, মানবিক বিভাগ: ৩৭.০৮%

পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এবারের ফলাফলগত পতনের প্রধান কারণ হলো শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ওভার মার্কিং বন্ধ করা। শিক্ষার্থীদের যা লিখেছে, সেটাই যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। এছাড়া জুলাইয়ের আন্দোলন ও পরবর্তী বিভিন্ন ঘটনাবলির কারণে পড়াশোনায় ব্যাপক প্রভাব পড়েছে।

তিনি আরও জানান, আগে ওভার মার্কিংয়ের কারণে অনেক শিক্ষার্থী কম পড়াশোনা করেও ভালো নম্বর পেতো, যা এবার আর হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসির ফলাফলে ধস, পাসের হার ৫২.৫৭%

আপডেট সময় : ০৪:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে চলতি বছর বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার এসেছে মাত্র ৫২.৫৭ শতাংশ, যা গত বছরের ৭০.৩২ শতাংশের থেকে প্রায় ১৮ শতাংশ কম। পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ হাজার কমে ৬ হাজার ৯৭ জনে নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে পরীক্ষার ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ ও সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদ।

ফলাফলে দেখা গেছে, মোট ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন।

জেলা ও বিভাগভিত্তিক পাসের হার: চট্টগ্রাম নগরীতে পাসের হার ৭০.৯০%, নগরী বাদে জেলার পাসের হার ৪৩.৬৩%, পার্বত্য রাঙামাটিতে ৪১.২৪%, খাগড়াছড়িতে ৩৫.৫৩%, বান্দরবানে ৩৬.৩৮%, কক্সবাজারে পাসের হার ৪৫.৩৯%

বিভাগভিত্তিক পাসের হার: বিজ্ঞান বিভাগ: ৭৮.৭৫%, ব্যবসায় শিক্ষা বিভাগ: ৫৫.৩০%, মানবিক বিভাগ: ৩৭.০৮%

পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এবারের ফলাফলগত পতনের প্রধান কারণ হলো শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ওভার মার্কিং বন্ধ করা। শিক্ষার্থীদের যা লিখেছে, সেটাই যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। এছাড়া জুলাইয়ের আন্দোলন ও পরবর্তী বিভিন্ন ঘটনাবলির কারণে পড়াশোনায় ব্যাপক প্রভাব পড়েছে।

তিনি আরও জানান, আগে ওভার মার্কিংয়ের কারণে অনেক শিক্ষার্থী কম পড়াশোনা করেও ভালো নম্বর পেতো, যা এবার আর হয়নি।