ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

কপিল শর্মার ক্যাফেতে তৃতীয়বার বন্দুক হামলা

ছবি : সংগৃহীত

ভারতের প্রসিদ্ধ কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে তৃতীয়বারের মতো বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। গাড়ি করে এসে কয়েকজন দুষ্কৃতকারী ক্যাফের বাইরে এলোপাতাড়ি গুলি চালায়, যা ভারতের বিনোদন জগতে ব্যাপক শোরগোল সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘটে যাওয়া এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই প্রশ্ন ওঠে, আগের মতো এবারও কি কুখ্যাত বিষ্ণোই গ্যাং দায়ী? ঘটনার পরই গ্যাংয়ের দুই সদস্য কূলদীপ সিন্ধু ও গোল্ডী ঢিলো নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করে আলোচনায় আসেন। তারা লেখেন, আমি কূলদীপ সিন্ধু এবং গোল্ডী ঢিলো এই হামলার দায়িত্ব নিচ্ছি। আমাদের সাধারণ মানুষের সঙ্গে কোনো শত্রুতা নেই, তবে যারা অনৈতিক কাজে লিপ্ত ও সাধারণ মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা।

এর আগেও বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য দুইবার হামলার দায় স্বীকার করেছিল। এই ঘটনার পর কপিলের বাড়ি ও ক্যাফেতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে ভারতীয় পুলিশ।

২০২৫ সালের শুরুতে কানাডায় নিজের রেস্তোরাঁ খোলার পর থেকে কপিল শর্মার ওপর একের পর এক হামলার ঘটনা ঘটে আসছে। গত ৯ জুলাই ভোরে ক্যাফে খুলতেই গাড়ি করে এসে দুষ্কৃতকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এর কয়েক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটে এবং এবার তৃতীয়বারের মতো বন্দুক হামলার ঘটনা ঘটলো। এই ঘটনায় এখন পর্যন্ত কপিল শর্মা কোনো মন্তব্য করেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

কপিল শর্মার ক্যাফেতে তৃতীয়বার বন্দুক হামলা

আপডেট সময় : ০৫:০০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ভারতের প্রসিদ্ধ কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে তৃতীয়বারের মতো বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। গাড়ি করে এসে কয়েকজন দুষ্কৃতকারী ক্যাফের বাইরে এলোপাতাড়ি গুলি চালায়, যা ভারতের বিনোদন জগতে ব্যাপক শোরগোল সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘটে যাওয়া এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই প্রশ্ন ওঠে, আগের মতো এবারও কি কুখ্যাত বিষ্ণোই গ্যাং দায়ী? ঘটনার পরই গ্যাংয়ের দুই সদস্য কূলদীপ সিন্ধু ও গোল্ডী ঢিলো নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করে আলোচনায় আসেন। তারা লেখেন, আমি কূলদীপ সিন্ধু এবং গোল্ডী ঢিলো এই হামলার দায়িত্ব নিচ্ছি। আমাদের সাধারণ মানুষের সঙ্গে কোনো শত্রুতা নেই, তবে যারা অনৈতিক কাজে লিপ্ত ও সাধারণ মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা।

এর আগেও বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য দুইবার হামলার দায় স্বীকার করেছিল। এই ঘটনার পর কপিলের বাড়ি ও ক্যাফেতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে ভারতীয় পুলিশ।

২০২৫ সালের শুরুতে কানাডায় নিজের রেস্তোরাঁ খোলার পর থেকে কপিল শর্মার ওপর একের পর এক হামলার ঘটনা ঘটে আসছে। গত ৯ জুলাই ভোরে ক্যাফে খুলতেই গাড়ি করে এসে দুষ্কৃতকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এর কয়েক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটে এবং এবার তৃতীয়বারের মতো বন্দুক হামলার ঘটনা ঘটলো। এই ঘটনায় এখন পর্যন্ত কপিল শর্মা কোনো মন্তব্য করেননি।