ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

জয় বাংলা স্লোগানের ঘটনায় জাবেদ ও ওয়াসিকাসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে রাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে জুঁইদন্ডী ইউনিয়নের চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাতে লাঠি, ইটপাটকেল, রড, দা ও কিরিচ নিয়ে সরকারবিরোধী স্লোগান দেয় এবং বাজার ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

পুলিশ খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে থাকা অনেকেই পালিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে আব্দুল কাদের, আব্দুল খালেক ও মো. আরিফ নামে তিনজনকে আটক করে। সঙ্গে ২০টি কাঠের লাঠি, ১০টি আফলা ইটের খোয়া, ২টি দেশীয় তৈরি লোহার দা ও ৮টি লোহার টুকরা জব্দ করা হয়।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, সাবেক ভূমিমন্ত্রীর ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, সাবেক ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ৬৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৬০-৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের বেটার্মিনাল এলাকা থেকে প্রকৌশল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

জয় বাংলা স্লোগানের ঘটনায় জাবেদ ও ওয়াসিকাসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে রাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে জুঁইদন্ডী ইউনিয়নের চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাতে লাঠি, ইটপাটকেল, রড, দা ও কিরিচ নিয়ে সরকারবিরোধী স্লোগান দেয় এবং বাজার ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

পুলিশ খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে থাকা অনেকেই পালিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে আব্দুল কাদের, আব্দুল খালেক ও মো. আরিফ নামে তিনজনকে আটক করে। সঙ্গে ২০টি কাঠের লাঠি, ১০টি আফলা ইটের খোয়া, ২টি দেশীয় তৈরি লোহার দা ও ৮টি লোহার টুকরা জব্দ করা হয়।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, সাবেক ভূমিমন্ত্রীর ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, সাবেক ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ৬৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৬০-৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।