
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি আবারও বিয়ের ঘোষণা দিয়েছেন তবে নতুন কারও সঙ্গে নয়, স্বামী রাকিব সরকার এর সঙ্গেই। শনিবার (১৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গট ম্যারিড লেখা একটি পোস্ট দিয়ে মাহি জানান, তিনি আবার বিয়ে করেছেন। এই পোস্ট দেখে অনেকেই ধারণা করেন মাহি তৃতীয়বারের মতো নতুন সম্পর্কে জড়ালেন।
কিন্তু পরে জানা যায়, মাহির পোস্টে যার সঙ্গে বিয়ের কথা বলা হয়েছে তিনি মূলত তার আগের স্বামী রাকিব সরকার। অর্থাৎ আলোচিত এই দম্পতি আনুষ্ঠানিক বিচ্ছেদ না করেই সম্পর্ক টিকিয়ে রেখেছেন।
পোস্টটি দেওয়ার পরপরই রাকিব সরকার নিজের ফেসবুক প্রোফাইলে “Married to Mahiya Mahi” স্ট্যাটাস দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করেন। যদিও এই বিয়ের তারিখ নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। রাকিবের পোস্টে দেখা যায়, তাদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর। কিন্তু গণমাধ্যমে আগে জানানো হয়েছিল, তাদের বিয়ে হয়েছিল ১৩ সেপ্টেম্বর।
এই তারিখের গরমিল নিয়ে মাহিও মন্তব্য করতে ছাড়েননি। এক মন্তব্যে মাহি লিখেছেন, উল্টাপাল্টা কী ডেট দিছো! সঙ্গে ছিল রাগের ইমোজিও।
এর আগে মাহি দেড় বছর আগে সামাজিক মাধ্যমে রাকিবের সঙ্গে বিচ্ছেদের আভাস দিয়েছিলেন। তবে বিয়ের নতুন পোস্টের পর তিনি জানান, আসলে আমাদের ডিভোর্স হয়নি। আমি রাগের মাথায় বলেছিলাম। আমাদের মধ্যে এখনও নিয়মিত যোগাযোগ রয়েছে।
এ বক্তব্যে অনেকটাই নিশ্চিত হয় যে, তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন থাকলেও তা আইনি বিচ্ছেদে রূপ নেয়নি।
সম্প্রতি মাহি ও রাকিবের একটি ছবি আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে মাহি জানান, ছবিটি ভারতে তোলা, তখন পোস্ট করিনি। এখন অনেকেই উইকিপিডিয়াতে আমাদের ডিভোর্স দেখছেন তাই বিভ্রান্তি দূর করতেই ছবিটি শেয়ার করেছি।
বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তবে রাকিব কোথায় রয়েছেন তা স্পষ্টভাবে জানা যায়নি।