ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

বান্দরবানের মিয়ানমার সীমান্তে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ২

ছবিঃ সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী বড় মদক এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন ছোট মদক খ্যাইসাপ্রু পাড়ার বাসিন্দা ওয়েবার ত্রিপুরা (৩৯) এবং লিটক্রে পাড়ার রুইহং ম্রো (৬০)।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বলিপাড়া জোনের উপ-অধিনায়ক এডি- মো. জাকির হোসেন। তিনি জানান, গত শুক্র ও শনিবার দু’দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে: ৩০ রাউন্ড গুলি, একটি গ্রেনেড, একটি ম্যাগজিন, একটি দেশীয় পিস্তল, একটি মর্টারের গোলার বক্স, দুটি গাদা বন্দুক, দুটি মোবাইল ফোন, একটি কৃষি ব্যাংকের চেক বই

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী আপোষহীনভাবে দায়িত্ব পালন করছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, সম্প্রতি মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ও পাচার বৃদ্ধি পেয়েছে। আটক হওয়া দুইজন ছাড়াও আরও অনেকের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

বান্দরবানের মিয়ানমার সীমান্তে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ২

আপডেট সময় : ১১:৪৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী বড় মদক এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন ছোট মদক খ্যাইসাপ্রু পাড়ার বাসিন্দা ওয়েবার ত্রিপুরা (৩৯) এবং লিটক্রে পাড়ার রুইহং ম্রো (৬০)।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বলিপাড়া জোনের উপ-অধিনায়ক এডি- মো. জাকির হোসেন। তিনি জানান, গত শুক্র ও শনিবার দু’দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে: ৩০ রাউন্ড গুলি, একটি গ্রেনেড, একটি ম্যাগজিন, একটি দেশীয় পিস্তল, একটি মর্টারের গোলার বক্স, দুটি গাদা বন্দুক, দুটি মোবাইল ফোন, একটি কৃষি ব্যাংকের চেক বই

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী আপোষহীনভাবে দায়িত্ব পালন করছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, সম্প্রতি মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ও পাচার বৃদ্ধি পেয়েছে। আটক হওয়া দুইজন ছাড়াও আরও অনেকের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।