ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

দীপাবলির আলোয় প্রথমবারের মতো প্রকাশ্যে দীপিকা-রণবীরের কন্যা ‘দুয়া’

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটালেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপাবলির আলোকছায়ার মধ্যেই তারা প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন তাদের কন্যা ‘দুয়া’কে।

দীপাবলির আনন্দঘন মুহূর্তে পরিবারের সঙ্গে তোলা কিছু ছবির মাধ্যমে মেয়েকে পরিচয় করিয়ে দিয়েছেন দীপিকা-রণবীর। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায় দীপিকা, রণবীর ও ছোট্ট দুয়া ঐতিহ্যবাহী পোশাকে ধরা দিয়েছেন এক ফ্রেমে। মা ও মেয়ের পরনে ছিল মিলিয়ে লাল চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দীপিকার অনন্য রুচি যেন ঝলসে উঠেছে দুয়ার পোশাকেও।

রণবীর ছিলেন সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানিতে, যথারীতি হাস্যোজ্জ্বল। ছবিগুলোতে দেখা যায়, কখনো দুয়া হাসছে, কখনো বাবা-মায়ের কোলে খেলছে। প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছে ভালোবাসা ও পারিবারিক উষ্ণতা। ছবির ক্যাপশনটিও ছিল সংক্ষিপ্ত অথচ হৃদয়ছোঁয়া, দীপাবলির শুভেচ্ছা।

ভক্তরা বহু দিন ধরেই এই তারকা দম্পতির সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলেন। কারও মতে দুয়ার চেহারায় দীপিকার মিল, আবার কারও মতে চোখেমুখে ফুটে উঠেছে রণবীরের ছায়া। তবে সবারই একমত—দুয়া অনন্য সুন্দর।

ছবির শেষটি ছিল সবচেয়ে হৃদয়গ্রাহী। দীপিকার কোলে বসে দুয়া দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন দৃশ্যটি অনুরাগীদের আবেগ ছুঁয়ে গেছে।

গত বছর গণেশ চতুর্থীর পরদিন কন্যা সন্তানের জন্মের খবর প্রকাশ করেছিলেন দীপিকা-রণবীর। সেই বছরের দীপাবলিতে মেয়ের নাম ‘দুয়া’ জানান তারা, যদিও সে সময় কেবল পায়ের একটি ছবিই প্রকাশ করেছিলেন।

এবার দীপাবলির আলোর সঙ্গেই অবশেষে দেখা মিলল দীপিকা-রণবীরের জীবনের সবচেয়ে বড় আলোর ঝলকানির তাদের আদরের কন্যা ‘দুয়া’র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

দীপাবলির আলোয় প্রথমবারের মতো প্রকাশ্যে দীপিকা-রণবীরের কন্যা ‘দুয়া’

আপডেট সময় : ০১:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটালেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপাবলির আলোকছায়ার মধ্যেই তারা প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন তাদের কন্যা ‘দুয়া’কে।

দীপাবলির আনন্দঘন মুহূর্তে পরিবারের সঙ্গে তোলা কিছু ছবির মাধ্যমে মেয়েকে পরিচয় করিয়ে দিয়েছেন দীপিকা-রণবীর। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায় দীপিকা, রণবীর ও ছোট্ট দুয়া ঐতিহ্যবাহী পোশাকে ধরা দিয়েছেন এক ফ্রেমে। মা ও মেয়ের পরনে ছিল মিলিয়ে লাল চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দীপিকার অনন্য রুচি যেন ঝলসে উঠেছে দুয়ার পোশাকেও।

রণবীর ছিলেন সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানিতে, যথারীতি হাস্যোজ্জ্বল। ছবিগুলোতে দেখা যায়, কখনো দুয়া হাসছে, কখনো বাবা-মায়ের কোলে খেলছে। প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছে ভালোবাসা ও পারিবারিক উষ্ণতা। ছবির ক্যাপশনটিও ছিল সংক্ষিপ্ত অথচ হৃদয়ছোঁয়া, দীপাবলির শুভেচ্ছা।

ভক্তরা বহু দিন ধরেই এই তারকা দম্পতির সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলেন। কারও মতে দুয়ার চেহারায় দীপিকার মিল, আবার কারও মতে চোখেমুখে ফুটে উঠেছে রণবীরের ছায়া। তবে সবারই একমত—দুয়া অনন্য সুন্দর।

ছবির শেষটি ছিল সবচেয়ে হৃদয়গ্রাহী। দীপিকার কোলে বসে দুয়া দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন দৃশ্যটি অনুরাগীদের আবেগ ছুঁয়ে গেছে।

গত বছর গণেশ চতুর্থীর পরদিন কন্যা সন্তানের জন্মের খবর প্রকাশ করেছিলেন দীপিকা-রণবীর। সেই বছরের দীপাবলিতে মেয়ের নাম ‘দুয়া’ জানান তারা, যদিও সে সময় কেবল পায়ের একটি ছবিই প্রকাশ করেছিলেন।

এবার দীপাবলির আলোর সঙ্গেই অবশেষে দেখা মিলল দীপিকা-রণবীরের জীবনের সবচেয়ে বড় আলোর ঝলকানির তাদের আদরের কন্যা ‘দুয়া’র।