
বাঁশখালী থানার পলাতক আসামী চাঁদগাঁও থানা এলাকা থেকে আটক করা হয়।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে ভিত্তিতে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ শামসুল আলমকে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
প্রাপ্ত তথ্য মতে, বাঁশখালী থানার পরোয়ানাভুক্ত মোঃ শামসুল আলম চাঁদগাঁও থানাধীন বোর্ড স্কুল রুবেল কলোনীর সামনে অবস্থান করছে এমন গোপন সংবাদ র্যাবের কাছে পৌঁছায়।
সূত্রের ভিত্তিতে, ২১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে র্যাব-৭ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোঃ শামসুল আলম (৫০), পিতা- মরহুম সিরাজুল ইসলাম, সাং-পশ্চিম ডোমরা, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়।
র্যাবের সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় ৯টি ডাকাতি মামলা, ৩টি অস্ত্র মামলা এবং ১টি হত্যা মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।