ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

পিসিআইইউ টেক্সটাইল স্পোর্টস কার্নিভাল ২০২৫ জমকালো আয়োজনের মাধ্যমে সমাপ্তি

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো সপ্তাহব্যাপী টেক্সটাইল স্পোর্টস কার্নিভাল ২০২৫।

পিসিআইইউ টেক্সটাইল ক্লাব আয়োজিত এই বর্ণিল আয়োজন শিক্ষার্থীদের অংশগ্রহণ, উদ্দীপনা ও টিম স্পিরিটের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। গতকাল ২১ অক্টোবর একটি জমকালো আয়োজনের মাধ্যমে এই কার্নিভালের শেষ হয়।

এই কার্নিভালে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ফুটবল, লুডো, ই-ফুটবল, উনোসহ নানা আকর্ষণীয় ইনডোর ও আউটডোর গেমস। ক্লাব সদস্যদের আন্তরিকতা, সৃজনশীলতা ও সুসংগঠিত পরিকল্পনায় পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

কার্নিভালের ফাইনাল ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রোক্টর মো. রাশেদ খান মিলন। তিনি বলেন টেক্সটাইল ক্লাব এর এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে একতা, নেতৃত্ব ও শৃঙ্খলার চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। সিনিয়রদের দিকনির্দেশনায় ক্লাব যদি এভাবেই কাজ করে যায়, তাহলে সদস্যদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মাসুম বলেন, টেক্সটাইল ক্লাব সবসময়ই পোর্ট সিটির গর্ব। এমন একটি প্রাণবন্ত আয়োজন দেখে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতের প্রতিটি উদ্যোগ আরও বড় পরিসরে ও সফলভাবে সম্পন্ন হোক, সেটাই কাম্য।

অনুষ্ঠানে ক্লাবের বর্তমান কমিটির পাশাপাশি উপস্থিত ছিলেন বিগত এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারিগণ, যারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারীদের টিম স্পিরিট ও উদ্যমের প্রশংসা করেন।

বর্তমান প্রেসিডেন্ট নুরুল আফসার খালেদ বলেন, এই আয়োজন কেবল একটি স্পোর্টস ইভেন্ট ছিল না, বরং এটি ছিল আমাদের ক্লাবের ঐক্য, ভালোবাসা ও পরিশ্রমের প্রতিফলন।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরেন্জ্ঞিত বিশ্বাস বলেন, আমরা চেয়েছি সবাই যেন একসঙ্গে আনন্দ করে, শিখে এবং দলগতভাবে কাজ করতে শেখে।টেক্সটাইল ক্লাব সবসময়ই এমন মূল্যবোধকে প্রাধান্য দিয়ে কাজ করে।

জেনারেল সেক্রেটারি মোরশেদ আহসান বলেন, টেক্সটাইল স্পোর্টস কার্নিভাল ২০২৫ ছিল আমাদের টিমওয়ার্কের বাস্তব উদাহরণ। প্রত্যেক সদস্যের নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া এত বড় আয়োজন সফল হতো না।

টেক্সটাইল স্পোর্টস কার্নিভাল ২০২৫ এর মাধ্যমে পিসিআইইউ টেক্সটাইল ক্লাব আবারও প্রমাণ করল শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও পারস্পরিক বন্ধন গড়ে তুলতে ক্লাবের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এই আয়োজন কেবল খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ছিল টেক্সটাইল পরিবারের জন্য আনন্দ, ঐক্য এবং সম্প্রীতির এক অনন্য উৎসব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা বেগম তহুরা আলী আর নেই

পিসিআইইউ টেক্সটাইল স্পোর্টস কার্নিভাল ২০২৫ জমকালো আয়োজনের মাধ্যমে সমাপ্তি

আপডেট সময় : ০৭:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো সপ্তাহব্যাপী টেক্সটাইল স্পোর্টস কার্নিভাল ২০২৫।

পিসিআইইউ টেক্সটাইল ক্লাব আয়োজিত এই বর্ণিল আয়োজন শিক্ষার্থীদের অংশগ্রহণ, উদ্দীপনা ও টিম স্পিরিটের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। গতকাল ২১ অক্টোবর একটি জমকালো আয়োজনের মাধ্যমে এই কার্নিভালের শেষ হয়।

এই কার্নিভালে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ফুটবল, লুডো, ই-ফুটবল, উনোসহ নানা আকর্ষণীয় ইনডোর ও আউটডোর গেমস। ক্লাব সদস্যদের আন্তরিকতা, সৃজনশীলতা ও সুসংগঠিত পরিকল্পনায় পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

কার্নিভালের ফাইনাল ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রোক্টর মো. রাশেদ খান মিলন। তিনি বলেন টেক্সটাইল ক্লাব এর এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে একতা, নেতৃত্ব ও শৃঙ্খলার চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। সিনিয়রদের দিকনির্দেশনায় ক্লাব যদি এভাবেই কাজ করে যায়, তাহলে সদস্যদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মাসুম বলেন, টেক্সটাইল ক্লাব সবসময়ই পোর্ট সিটির গর্ব। এমন একটি প্রাণবন্ত আয়োজন দেখে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতের প্রতিটি উদ্যোগ আরও বড় পরিসরে ও সফলভাবে সম্পন্ন হোক, সেটাই কাম্য।

অনুষ্ঠানে ক্লাবের বর্তমান কমিটির পাশাপাশি উপস্থিত ছিলেন বিগত এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারিগণ, যারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারীদের টিম স্পিরিট ও উদ্যমের প্রশংসা করেন।

বর্তমান প্রেসিডেন্ট নুরুল আফসার খালেদ বলেন, এই আয়োজন কেবল একটি স্পোর্টস ইভেন্ট ছিল না, বরং এটি ছিল আমাদের ক্লাবের ঐক্য, ভালোবাসা ও পরিশ্রমের প্রতিফলন।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরেন্জ্ঞিত বিশ্বাস বলেন, আমরা চেয়েছি সবাই যেন একসঙ্গে আনন্দ করে, শিখে এবং দলগতভাবে কাজ করতে শেখে।টেক্সটাইল ক্লাব সবসময়ই এমন মূল্যবোধকে প্রাধান্য দিয়ে কাজ করে।

জেনারেল সেক্রেটারি মোরশেদ আহসান বলেন, টেক্সটাইল স্পোর্টস কার্নিভাল ২০২৫ ছিল আমাদের টিমওয়ার্কের বাস্তব উদাহরণ। প্রত্যেক সদস্যের নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া এত বড় আয়োজন সফল হতো না।

টেক্সটাইল স্পোর্টস কার্নিভাল ২০২৫ এর মাধ্যমে পিসিআইইউ টেক্সটাইল ক্লাব আবারও প্রমাণ করল শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও পারস্পরিক বন্ধন গড়ে তুলতে ক্লাবের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এই আয়োজন কেবল খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ছিল টেক্সটাইল পরিবারের জন্য আনন্দ, ঐক্য এবং সম্প্রীতির এক অনন্য উৎসব।